সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান (Pakistan)। বাংলাদেশকে (Bangladesh) ৭ উইকেটে হারিয়ে সুপার ফোরের অভিযান শুরু করেছিল গ্রিন আর্মি। এবার ‘মাদার অফ অল ব্যাটল’-এ চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নামবে পাক দল। এহেন হাই ভোল্টেজ ম্যাচের আগে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে চাপে রাখার চেষ্টা করলেন বাবর আজম (Babar Azam)।
মহারণের আগে সাংবাদিক বৈঠকে এসে বাবর বলেন, “শ্রীলঙ্কায় আমরা সেই জুলাই মাস থেকে রয়েছি। এখানে টেস্ট ম্যাচ খেলেছিলাম। এরপর লঙ্কা প্রমিয়ার লিগের কয়েকটা ম্যাচ খেলার পর আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছি। ফলে শ্রীলঙ্কার পিচ ও আবহাওয়া আমরা অনেক আগেই মানিয়ে নিয়েছি। তাই ভারতের বিরুদ্ধে আমরা মানসিক ভাবে এগিয়েই মাঠে নামব। তাছাড়া ভারতের বিরুদ্ধে গত ম্যাচেও আমাদের পেস বোলাররা দারুণ ছন্দে ছিল। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে।”
[আরও পড়ুন: পাকিস্তানের তিন আগুনে পেসারকে খেলা বাড়তি চাপের! সত্যিটা মেনে নিলেন শুভমান]
দলের ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলাররাও বাইশ গজে আগুন ঝরাচ্ছেন। চলতি প্রতিযোগিতায় তিন ম্যাচে বিপক্ষের ২৩ উইকেট ভাগ করে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ ও নাশিম শাহ। তাঁদের গতি ও নিখুঁত সুইং বিপক্ষের ব্যাটারদের ভয় ধরাচ্ছে। সেটা মনে করিয়ে দিয়ে বাবর যোগ করেছেন, “হ্যাঁ বিপক্ষকে শুরু থেকে ধাক্কা দেওয়াই আমাদের মুল লক্ষ্য। ভারতের বিরুদ্ধে এবারও সেটা বজায় থাকবে। তবে শুধু শুরুতে ভাল বোলিং করলে চলবে না। মাঝের ওভারেও দাপট বজায় রাখতে হবে।”
ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই মাঠের বাইরে তুমুল উত্তেজনা থাকে। এমনকি বাইশ গজের যুদ্ধে অংশ নেওয়া ক্রিকেটাররাও সেই চাপ অনুভব করেন। যদিও বাবরের দাবি, চাপ নিয়ে লাভ নেই। এতে পারফরম্যান্সে প্রভাব পড়বেই। তিনি শেষে বলেন, “আমাদের উপর বিন্দুমাত্র চাপ নেই। ভারত বনাম পাকিস্তান ম্যাচে সবসময় উত্তেজনা থাকবেই। তবে সেই চাপ নিয়ে ভেবে লাভ নেই। আমাদের সবার এমন হাই ভোল্টেজ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাই নিজের শক্তির উপর ভর করেই মাঠে নামব।”
[আরও পড়ুন: কিপিং করলেন কেএল রাহুল, ঈশান কি দলের বাইরে? পাক দমন করতে ভারতের মাথায় কোন অঙ্ক?]
পাকিস্তানের পেস ব্যাটারির সামনে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা একেবারে নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু, ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া পাক বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পঞ্চম উইকেটে ১৩৮ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তোলেন। ঈশান ৮১ এবং হার্দিক ৮৭ রান করেন। আর সেইজন্য ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রান পর্যন্ত এগোতে পেরেছিল। যদিও বৃষ্টির কারণে পাকিস্তানের ব্যাটিং শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত এই ম্যাচটা অমীমাংসিত ঘোষণা করা হয়। এবার ‘মাদার অফ অল ব্যাটল’-এ কে বাজিমাত করবে সেটাই দেখার।