সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ বৃষ্টির কারণে অমীমাংসিত হয়ে গেল। পাল্লেকল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে পাকিস্তান (Pakistan) ব্যাট করার সুযোগই পেল না। এই ম্যাচে টিম ইন্ডিয়া (Team India) প্রথমে ব্যাট করতে নেমে ২৬৬ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ইনিংস চলাকালীনও বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু ভারতের ব্যাটিং শেষ হতে না হতেই এমন বৃষ্টি শুরু হল যে সেটা আর থামার কোনও লক্ষণই দেখতে পাওয়া গেল না।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার ইরফান পাঠান (Irfan Pathan) এই ম্যাচে কমেন্ট্রি করছিলেন। বৃষ্টির কারণে ম্যাচ অমীমাংসিত থাকলেও পাঠান অবশ্য নিজের মুখ বন্ধ রাখতে পারেননি। তিনি পাকিস্তানকে মজার ছলেই কটাক্ষ করে বসেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, ‘আজ প্রতিবেশী রাষ্ট্রের টিভিগুলো বেঁচে গেল।’
[আরও পড়ুন: খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন ছাত্র, গর্বিত কোচ বললেন ‘ঈশান স্বার্থপর নয়’]
ইরফান পাঠানের এই টুইটে একাধিক প্রতিক্রিয়াও আসেন। একজন লিখেছেন, ‘ইরফান ভাই তো প্রতিবেশীদের ডিউটিতে লাগিয়ে দিলেন।’ অপর একজন লিখেছেন, ‘আপনি একদম ঠিক বলেছেন ইরফান স্যার।’ আবার একজন লিখেছেন, ‘কাটা ঘায়ে কেন নুনের ছিটে দিচ্ছ?’
পাকিস্তানের পেস ব্যাটারির সামনে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা একেবারে নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু, ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া পাক বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পঞ্চম উইকেটে ১৩৮ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তোলেন। ঈশান ৮১ এবং হার্দিক ৮৭ রান করেন। আর সেইজন্য ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রান পর্যন্ত এগোতে পেরেছিল। যদিও বৃষ্টির কারণে পাকিস্তানের ব্যাটিং শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত এই ম্যাচটা অমীমাংসিত ঘোষণা করা হয়। ফলে পাকিস্তান ইতিমধ্যেই ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। তবে টিম ইন্ডিয়াকে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে হবে।