সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হিন্দু’৷ নির্বাচনী জনসভায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা ‘মক্কাল নিধি মাইয়ম’ দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। তিনি নিশানা করলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে৷ এই মন্তব্যের বিরোধিতায় কামাল হাসানের গ্রেপ্তারির দাবিতে সরব বিজেপি৷
[ আরও পড়ুন: ‘১৯৮৮-তেই ব্যবহার করেছি ডিজিটাল ক্যামেরা’, মোদির মন্তব্যে হাসির রোল ]
তামিলনাড়ুর আরাভাকুরুচিতে রবিবারের জনসভায় এই অভিনেতা বলেন, ‘‘মুসলিম অধ্যুষিত এলাকায় এসেছি বলে আমি একথা বলছি না৷ আমি একথা বলছি কারণ আমি গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি৷ স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হল হিন্দু৷ এবং তার নাম নাথুরাম গডসে৷’’ এমএনএম প্রধানের এই মন্ত্যবের পরই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি৷ যখন বারবার বলা হয় সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না, তখন হিন্দু ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদী তকমা জুড়ে দেওয়ায় কমল হাসানের গ্রেপ্তারির দাবি করেছে গেরুয়া শিবির৷ তামিলনাড়ু বিজেপির সভাপতি তামিলিসাই সুন্দররাজন বলেন, ‘‘গান্ধীজির হত্যাকাণ্ডকে এখন মনে করাচ্ছেন এবং হিন্দুত্বকে সন্ত্রাসবাদী বলছেন অভিনেতা কমল হাসান৷ সংখ্যালঘুদের মন পেতে উনি আগুনে ঘি ঢালার মতো কাজ করছেন৷ আমি আশা করি নির্বাচন কমিশন বিষয়টি নজরে রাখবে৷’’
[ আরও পড়ুন: তেরঙ্গা চেনেন না রবার্ট বঢরা, ভোট দিয়ে পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকা ]
তবে এই প্রথম নয়, আগেও বিতর্কিত মন্তব়্য করে সংবাদ শিরোনামে এসেছেন কমল হাসান৷ পুলওয়ামায় ভয়ংকর জঙ্গি হানার পর পাকিস্তানের পক্ষে সাফাই দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এমনকী, পাক অধিকৃত কাশ্মীরকে একবার আজাদ কাশ্মীর বলেও উল্লেখ করেছিলেন তিনি৷ উল্লেখ্য, এবারের নির্বাচনে তামিলনাড়ু এবং পুদুচেরি মিলিয়ে মোট ৪০ আসনে প্রার্থী দিয়েছে কমল হাসানের এমএনএম। অভিনেতা নিজে লড়াইয়ের ময়দানে না নামলেও, প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি।
The post ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হিন্দু’, বিস্ফোরক মন্তব্য কমল হাসানের appeared first on Sangbad Pratidin.