shono
Advertisement

নরসিংয়ের পর ডোপ টেস্টে ফেল ভারতীয় শটপুটার

ইতিমধ্যেই এই অপরাধে কুস্তিগির নরসিং যাদবকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ এবার ডোপ নেওয়ার অভিযোগ উঠল ভারতীয় শটপুটার ইন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে৷ The post নরসিংয়ের পর ডোপ টেস্টে ফেল ভারতীয় শটপুটার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM Jul 26, 2016Updated: 03:42 PM Jul 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিক শুরু হতে আর দিন দশেক বাকি৷ তার আগে ডোপ কেলেঙ্কারিতে জেরবার ভারতীয় প্রতিযোগীরা৷ ইতিমধ্যেই এই অপরাধে কুস্তিগির নরসিং যাদবকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ এবার ডোপ নেওয়ার অভিযোগ উঠল ভারতীয় শটপুটার ইন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে৷

Advertisement

শটপুটে একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসাবে রিও যাচ্ছেন ইন্দরজিৎ৷ দু’বছর আগে ইনচিওন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি৷ শুধু তাই নয়, এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি সোনা পেয়েছিলেন৷ এশিয়া গ্রাঁ প্রি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও গত বছর পদক ঝুলিতে ভরেছিলেন৷ সেই ইন্দরজিৎও কি না ডোপ কেলেঙ্কারিতে ফাঁসলেন৷ ২৮ বছরের ইন্দরজিতের এ স্যাম্পেলে দু’টো নিষিদ্ধকারী উপাদান পাওয়া গিয়েছে৷ যার মধ্যে একটি হল এনড্রোস্টেরন অপরটি ইটিওকোলানোলোন৷ ২২ জুন তাঁর ডোপ টেস্ট করা হয়েছিল৷ তখন তিনি কোনও প্রতিযোগিতার মধ্যে ছিলেন না৷ বি স্যাম্পেলের টেস্ট অবশ্য এখনও হয়নি৷ বি স্যাম্পেলেও যদি তিনি ফেল করেন তাহলে আসন্ন ওলিম্পিকে যাওয়ার কোন প্রশ্নই থাকবে না৷ বরং নাডার নিয়ম অনুযায়ী আগামী চার বছরের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাঁকে৷

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত ইন্দরজিতের নাম জানায়নি৷ তবে, আকারে-ইঙ্গিতে বুঝিয়েছে ইন্দরজিতের নামেই অভিযোগ উঠেছে৷ “আমি এখনও তাঁর নাম বলছি না৷ তবে একজন অ্যাথলিট ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন৷ সেই অ্যাথলিট রিও যাবেন কি না তা এখনই জানা নেই৷ শুধু একজন নয়, বেশ কিছু অ্যাথলিট ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন৷ এই ব্যর্থ অ্যাথলিটদের মধ্যে সকলেই যে রিও যাচ্ছেন তার কোনও মানে নেই৷” বলেন নাডার ডিজি নবীন আগরওয়াল৷

৫ আগস্ট থেকে রিও ওলিম্পিক শুরু হচ্ছে৷ তার আগেই এভাবে একের পর এক ভারতীয় অ্যাথলিট ডোপ টেস্টে জড়িয়ে পড়ায় খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷ অনেকে মনে করছেন, রিও যাওয়ার পূর্বমুহূর্তে আরও কোনও অ্যাথলিট হয়তো ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বেন৷ তাই ডোপ টেস্টে ধরা পড়ার পর নরসিংহ যাদব যেভাবে সপক্ষে যুক্তি দিয়েছিলেন, শর্টপুটার ইন্দরজিতের গলাতেও শোনা গেল একই সুর৷ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন৷ “আমি জোর দিয়ে বলছি, ডোপ করিনি৷ এমন কিছু সেবন করিনি যা ডোপ টেস্টে ধরা পড়তে পারি৷ তাই স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ওলিম্পিকের আগে আমি ষড়যন্ত্রের শিকার হলাম৷” এবার দেখার ইন্দরজিতের কপালে কী রয়েছে৷

The post নরসিংয়ের পর ডোপ টেস্টে ফেল ভারতীয় শটপুটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement