সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত মহিলাদের এমার্জিং কাপের (Emerging Cup) ফাইনালে পৌঁছে গেল ভারত। ভারত এ ও শ্রীলঙ্কা এ মহিলা দলের খেলা বৃষ্টির জন্য এক বলও হল না। বৃষ্টির জন্য সোমবার ভারত এ ও শ্রীলঙ্কা এ দলের খেলা ভেস্তে গিয়েছিল।
মঙ্গলবার ছিল রিজার্ভ ডে। রিজার্ভ ডে-তেও বৃষ্টির জন্য খেলাই হল না। পরিত্যক্ত হয়ে গেল ম্যাচ।
গ্রুপে সবার উপরে থাকায় ভারতের মেয়েরা ফাইনালের ছাড়পত্র পেয়ে যায়। হংকংয়ে অনুষ্ঠিত এমার্জিং কাপের অধিকাংশ ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে যায়।
[আরও পড়ুন: ইন্দোনেশিয়া ওপেনে জয়ের প্রতিফলন, কেরিয়ারের সেরা র্যাঙ্কিং সাত্ত্বিক-চিরাগের]
হংকং-কে হারিয়েছিল ভারতের মেয়েরা। নেপালের সঙ্গে ভারতের ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। আর ভারত-পাকিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে গ্রুপ এ-তে ভারতের পয়েন্ট ছিল ৪। এদিনও বৃষ্টিতে খেলা পরিত্যক্ত ঘোষিত হওয়ায় ভারত পৌঁছে যায় টুর্নামেন্টের ফাইনালে।
বিসিসিআই-এর তরফ থেকে টুইট করে ভারতের মহিলা দলকে অভিনন্দন জানানো হয়েছে। ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ‘ইনটু দ্য ফাইনাল’। টুইটার ব্যবহারকারীরা ভারতের মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন। তবে বৃষ্টিতে বেশিরভাগ খেলা ভেস্তে যাওয়ায় অনেকেই বিরক্ত। হতাশাও গোপন করেননি তাঁরা। এক ভক্ত লিখেছেন, ”কী ধরনের টুর্নামেন্ট হল এটা? অত্যন্ত হতাশাজনক।”