সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমরা যেটা বিশ্বকে বোঝাতে চেয়েছিলাম। আমাদের বদনাম করতে গিয়ে ঠিক সেই কাজটাই করেছেন ইমরান খান। ভারত ও আরএসএস যে সমার্থক সেকথা প্রকাশ্যে বলে ফেলেছেন। তার মানে ইমরান যদি আরএসএসের উপর রাগ দেখান তাহলে তিনি ভারতের উপরই রাগ দেখাচ্ছেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুগ্ম সম্পাদক কৃষ্ণগোপাল।
[আরও পড়ুন: মুখে বিজেপির সঙ্গে জোট, শিবসৈনিককেই ‘মুখ্যমন্ত্রী’ করার বার্তা উদ্ধবের]
শুক্রবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতবিরোধী মন্তব্যই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী মোদি ও আরএসএসকে আক্রমণ করেছেন। স্বৈরতন্ত্র ও আরএসএস সমার্থক শব্দ বলেও উল্লেখ করেছেন। তার পালটা জবাব দিতে গিয়ে শনিবার কৃষ্ণগোপাল বলেন, ‘একমাত্র ভারতেই আরএসএস আছে। বিশ্বের আর কোথাও আমাদের কোনও শাখা নেই। তাই পাকিস্তান যদি আমাদের প্রতি রাগ দেখায় তাহলে তারা ভারতের উপর রাগ দেখাচ্ছে বলেই ধরে নিতে হবে। কারণ, আরএসএস আর ভারত এখন সমার্থক। সারা বিশ্ব আমাদের সেই চোখেই দেখুক। এটাই আমরা চাই।’
শুক্রবার রাষ্ট্রসংঘের ৭৪ তম সেশনে বক্তব্য রাখতে গিয়ে আধঘণ্টা সময় বেশি নেন ইমরান। আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সামনে ভারতকে আক্রমণ করার সুযোগ ছাড়তে চাননি তিনি। এপ্রসঙ্গে কংগ্রেসের এক নেতা ও ভারতের এক প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিকেও হাতিয়ার করেন। বলেন, ‘কংগ্রেসের আমলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আরএসএসের ক্যাম্পে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই আরএসএস আসলে হিটলার ও মুসোলিনির মতো স্বৈরাচারী শাসকের আদর্শ মেনে চলে। সবসময় ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়ার চক্রান্ত করে। মিস্টার মোদি সেই আরএসএসের সদস্য। তাই তিনি আরএসএসের উদ্দেশ্য পূরণের চেষ্টা করছেন। ভারতকে আরএসএস মতে ও পথে চালাতে চাইছেন।’
[আরও পড়ুন:অবশেষে জঙ্গিদের হাত থেকে মুক্ত কাশ্মীরের পণবন্দিরা, শহিদ ১ সেনা আধিকারিক]
The post ‘ইমরান ঠিকই বলেছেন, ভারত ও আরএসএস সমার্থক’, বললেন সংঘ নেতা appeared first on Sangbad Pratidin.