সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ সার্জিক্যাল স্ট্রাইকের এমন সাফল্যের পরের দিন আরও একটা সুখবর পেল দেশবাসী৷ বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতীয় জুনিয়র হকি দল৷
বৃহস্পতিবার সেমিফাইনালে হকির মাঠে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল ভারত৷ উরিতে জঙ্গি হামলার বদলা যেন খেলার মাঠেও সুদে আসলে উসুল করে নিয়েছিল ভারতীয় জুনিয়ররা৷ শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে রূদ্ধশ্বাস ম্যাচ ৫-৪ গোলে জিতে ট্রফি ঘরে তোলে ভারত৷ নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে গোল করে জয় নিশ্চিত করে অভিষেক৷
গ্রুপ লিগে এই বাংলাদেশের কাছেই হারতে হয়েছিল মেন ইন ব্লু’কে৷ সেমিফাইনালে চিনা তাইপেকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ৷ এদিন ভারতের সঙ্গেও জোর টক্কর দেয় তারা৷ কিন্তু মধুর প্রতিশোধ নিয়ে শেষ হাসি হাসল ভারতীয় জুনিয়ররাই৷ এই নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত৷ ঘরের মাঠেই ঘরের দলকে হারাতে পারায় উচ্ছ্বসিত ভারতীয় খেলোয়াড়রা৷
The post হকিতে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় জুনিয়ররা appeared first on Sangbad Pratidin.