shono
Advertisement

বাংলাদেশকে হারিয়ে চতুর্থবার সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ফুটবলাররা

 চতুর্থবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল ভারতের মহিলা ফুটবল টিম। The post বাংলাদেশকে হারিয়ে চতুর্থবার সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ফুটবলাররা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:34 AM Jan 05, 2017Updated: 09:05 PM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ফুটবল দল। এই নিয়ে চতুর্থবার সাফ চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ফুটবল দল। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভারতের জয়ের মুখাপেক্ষী হয়ে ছিলেন দর্শকরা।

Advertisement

এদিন প্রথম থেকেই ম্যাচে ভারতের দাপট বজায় ছিল। ১২ মিনিটের মাথায় গ্রেসের শটে এক গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচে ফিরতে চাইলেও বাংলাদেশকে আটকে দেয় শক্তিশালী ভারতীয় ডিফেন্স। যদিও হাফ টাইমের সামান্য আগে স্বপ্নার গোলে সমতা ফেরায় বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে পেনাল্টিতে মালিকের গোলে ২-১ গোলে এগিয়ে যায় ভারত। তার সামান্য পরেই আরেকটি গোল করে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন ইন্দুমতী। ম্যাচের চূড়ান্ত ফল ভারত ৩-১ বাংলাদেশ। ভারতের হয়ে গোল করেন দাংমেই গ্রেইস, সস্মিতা মালিক ও ইন্দুমতি।

এদিন বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন সিরাত জাহান স্বপ্না। সাফ কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন মণীষা পান্না। এই নিয়ে চতুর্থবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল ভারতের মহিলা ফুটবল টিম।

The post বাংলাদেশকে হারিয়ে চতুর্থবার সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ফুটবলাররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement