shono
Advertisement

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে ভারতীয় মহিলারা

সোমবার নেপালের মহিলাদের ৩-১ গোলে উড়িয়ে দিলেন সাজিদ দারের মেয়েরা৷
Posted: 02:10 AM Jan 03, 2017Updated: 08:40 PM Jan 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াইটা ছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং রানার্স আপ নেপালের মধ্যে৷ তাই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন৷ কিন্তু নেপালকে পরাস্ত করতে খুব বেশি কসরৎ করতে হল না৷ অনায়াসেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ফুটবল দল৷

Advertisement

সোমবার নেপালের মহিলাদের ৩-১ গোলে উড়িয়ে দিলেন সাজিদ দারের মেয়েরা৷ এদিন শুরু থেকেই নেপালের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন বালা, সস্মিতারা৷ কমলাদেবীর গোলে প্রথমার্ধেই ১-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বালার লং বল ইন্দুমতীর পায়ে জমা হলে তিনি গোল করতে কোনও ভুল করেননি৷ এরপর যদিও একবার ভারতীয় রক্ষণ ভাঙতে সফল হয় নেপাল৷ একটি গোল শোধ করেন সাবিত্রী ভান্ডারি৷ কিন্তু ওখানেই শেষ৷ ভারতের আক্রমণের সামনে রীতিমতো ধসে পড়ে নেপালের রক্ষণ দূর্গ৷ ৮৩ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সস্মিতা মালিক৷

দলের পারফরম্যান্সে খুশি কোচ সাজিদ বলেন, “গোলকিপার থেকে ডিফেন্ডার, মিডফিল্ডার থেকে স্ট্রাইকার, সকলেই ভাল পারফর্ম করেছেন৷ তাই এই জয়ের কৃতিত্ব সকলের৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement