সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পাকিস্তানকে হারানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে ভারতের।”- রবিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পাকিস্তানকে ধরাশায়ী করার পর এভাবেই ভারতীয় মহিলা দলের প্রশংসা করলেন বীরেন্দ্র শেহবাগ। মিতালি রাজদের এমন সাফল্যের জন্য টুইটারে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান।
(অধিনায়কত্ব গেল ধোনির, পুণের নয়া নেতা স্টিভ স্মিথ!)
এদিন কলম্বোর পি সারা ওভালে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাত উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। টসে জিতে পাক দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। আর ভারতীয় বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় বিপক্ষের ব্যাটিং লাইন-আপ। ৪৩.৪ ওভারে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ১০ ওভারে মাত্র ৮ রান দিয়ে পাঁচটি উইকেট ঝুলিতে ভরেন একতা বিস্ত। দু’টি উইকেট পান শিখা পাণ্ডে। জবাবে ২২.৩ ওভারেই জয় পকেটে পুরে ফেলে দল। ২৯ রানে অপরাজিত থাকেন ভারতীয় ব্যাটসম্যান দীপ্তি শর্মা। ২৪ রানে আউট হন হরমনপ্রীত কৌর। তাঁদের ৪২ রানের পার্টনারশিপেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দল। পাকিস্তানকে হারিয়ে ছয় দলের তালিকার শীর্ষে ভারতীয় মহিলারা।
(সুমদ্রের নিচে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন)
The post পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে মিতালিরা appeared first on Sangbad Pratidin.