shono
Advertisement

ওয়ান ডে-র পর টি২০-তেও ধরাশায়ী শ্রীলঙ্কা

এটাই টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। The post ওয়ান ডে-র পর টি২০-তেও ধরাশায়ী শ্রীলঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:03 PM Dec 20, 2017Updated: 04:38 PM Dec 20, 2017

ভারত- ২০ ওভারে ১৮০/৩ (রাহুল ৬১, ধোনি ৩৯*, ম্যাথেউজ ১৯/১)

Advertisement

শ্রীলঙ্কা- ১৬ ওভারে ৮৭ ( থারাঙ্গা ২৩, চাহাল ২৩/৪)

ভারত ৯৩ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি। কটকের বরাবটি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার জয় দেখতে এসেছিলেন বহু দর্শক। আর ওপেনিংয়ে কে এল রাহুলের দুরন্ত পারফরম্যান্স, মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিং এবং ইনিংসের শেষ বলে ছয় ও বোলিং করতে নেমে কুলদীপ-চাহালের বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ভেঙে পড়া- মাঠে উপস্থিত দর্শকরা এদিন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সমস্তটা। আর যেটা তাঁরা দেখতে পেলেন না সেটা হল না টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথেউজদের ন্যূনতম লড়াই করার ইচ্ছে। আর ফল? যা হওয়ার তাই হল। ৯৩ রানে ভারতের কাছে হার উপুল থারাঙ্গাদের। এটাই টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

[নতুন বছরের শুরুতেই আইপিএলের নিলাম, নজরে কারা?]

বিরাট কোহলি নেই। রোহিত শর্মার অধিনায়কত্বে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরপর দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞরা তাকিয়ে ছিলেন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন অধিনায়কত্ব করেন রোহিত শর্মা। ব্যাটে রান না পেলেও অধিনায়কত্বের পরীক্ষায় পাশ করেই গেলেন আইপিএলে মুম্বই দলের ক্যাপ্টেন। এদিন কুয়াশার কথা ভেবেই হয়ত টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক। রোহিত শর্মা ১৭ রানে ফিরলেও উলটোদিক থেকে দুরন্ত ব্যাটিং করেন কে এল রাহুল। ডানহাতি এই ব্যাটসম্যানের সংগ্রহ ৪৮ বলে ৬১ রান। তিন নম্বরে নেমে ভাল শুরু করেও তাড়াতাড়ি ফিরে যান শ্রেয়স আয়ার(২৪)। তবে শ্রেয়স ফেরার কিছু পরেই আউট হন রাহুলও। তখন ভারতের রান ১৪.৩ ওভারে ১১২/৩। তবে চার নম্বরে নামা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং পাঁচ নম্বরে নামা মণীশ পাণ্ডে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। বহুদিন পর আবার স্ব-মেজাজে দেখা গেল ধোনিকে। মাত্র ২২ বলে ৩৯ রান করলেন তিনি। অপরদিকে, ঝোড়ো ব্যাটিং পাণ্ডেরও। তাঁর সংগ্রহ ১৮ বলে ৩২ রান। আর এই দু’জনের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতের রান দাঁড়ায় তিন উইকেটে ১৮০।

[পুরুষদের লিগে একমাত্র মহিলা হিসেবে খেলে ইতিহাস এই ফুটবলারের]

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ব্যাপারে যতটা কম বল যায় ততটাই ভাল। কারণ একজন ব্যাটসম্যানকেও এদিন দেখা যায়নি ভারতীয় বোলারদের চাপে ফেলতে। আর দুই ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব মাঝের ওভারে পুরোপুরি বোতলবন্দি করে রাখেন তাঁদের। দু’জনে মিলে তুলে নেন ছ’টি উইকেট। এর মধ্যে চাহাল একাই পেয়েছেন চারটি উইকেট। প্রথম দু’ওভারে ২২ রান দিলেও পরে ভাল বোলিং করেন হার্দিক পাণ্ডিয়াও। নিজের বলেই দুরন্ত একটি ক্যাচও ধরেন তিনি। শেষপর্যন্ত ৮৭ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। তাঁদের হয়ে সর্বোচ্চ রান থারাঙ্গার (২৩)।  সব মিলিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই শ্রীলঙ্কাকে টক্কর দিল রোহিতের টিম ইন্ডিয়া।

[সুপারস্টারের সমালোচনা করায় ধর্ষণের হুমকি এই জনপ্রিয় অভিনেত্রীকে]

The post ওয়ান ডে-র পর টি২০-তেও ধরাশায়ী শ্রীলঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement