shono
Advertisement

কোচের পদ থেকে সরানো হোক শাস্ত্রীকে, লর্ডসে হারের পর সরগরম নেটদুনিয়া

জোরালো হচ্ছে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে আনার দাবিও৷ The post কোচের পদ থেকে সরানো হোক শাস্ত্রীকে, লর্ডসে হারের পর সরগরম নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 04:36 PM Aug 13, 2018Updated: 05:06 PM Aug 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ইনিংস মিলিয়ে একাই ন’টি উইকেট তুলে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন৷ ক্রিস ওকস হাঁকিয়ে ছিলেন সেঞ্চুরি৷ মহা পরাক্রমশালী ইংল্যান্ডের কাছে চূড়ান্ত অসহায় দেখিয়েছে টিম ইন্ডিয়াকে৷ বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর দল নির্বাচন থেকে শুরু করে খেলার স্ট্র্যাটেজি, সবেতেই বিরক্ত ভারতীয় সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা৷ এজবাস্টনের পর লর্ডসে বিরাটদের এভাবে আত্মসমর্পন করা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই৷ আর সেই কারণে খানিকটা প্রত্যাশিতভাবেই টিম ইন্ডিয়ায় রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল৷ নেটদুনিয়ায় সরব ক্রিকেটভক্তরাও৷ শাস্ত্রীকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন নেটিজেনরা৷

Advertisement

[আচমকা জলপ্রপাতে স্নান! বাহুবলী অবতারে ধরা দিলেন ধোনি]

ঐতিহ্যবাহী লর্ডসে তো শুধুই সিরিজে সমতা ফেরানোর লড়াই ছিল না, ছিল বিদেশের মাটিতে হারানো সম্মান ফিরে পাওয়ার মহারণও৷ অথচ ভারতীয় ব্যাটিং পারফরম্যান্স দেখে কে বলবে, জয়ের ন্যূনতম খিদে রয়েছে৷ কে বলবে, অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে মরিয়া কোহলি? কে বলবে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে এই দল! কোথায় গেল শাস্ত্রীর মগজাস্ত্র? ব্রিটিশ সুইং জুজুতে লজ্জার হারের পর প্রশ্নটা উঠেই গেল৷

 

[‘অত্যন্ত খারাপ’ পারফরম্যান্স, বিরাটদের সমালোচনায় সরব শেহওয়াগ]

বিরাটবাহিনীর সাফল্যে তাঁদের মাথায় তুলে নাচেন ক্রিকেটপ্রেমীরা৷ ব্যর্থতাতেও যে পাশে দাঁড়ান তার প্রমাণও মিলেছে৷ বার্মিংহামে হারের পরও সমর্থকদের আশা ছিল ভুল শুধরে ঠিক ঘুরে দাঁড়াবে দল৷ কিন্তু ক্রিকেটভক্তরা চটেছেন বিরাটদের উদাসীন মনোভাবে৷ নেটদুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছে৷ নানা সমালোচনায় বিদ্ধ দল৷ তবে সবচেয়ে বেশি আঙুল উঠেছে কোচ শাস্ত্রীর বিরুদ্ধে৷ দুই স্পিনারকে খেলানোর মাথা-মুণ্ডু বুঝতে পারছেন না কেউই৷ অনেকে আবার বলছেন, অনিল কুম্বলের জায়গায় শাস্ত্রীকে আনার ফল ভোগ করছে দল৷ আরেক নেটিজেনের কটাক্ষ, দলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ তো রয়েইছে৷ তাহলে ঘুরে বেড়ানো, বসে থাকা আর খাওয়া-দাওয়া ছাড়া কোন কাজটা করেন শাস্ত্রী? অনেকে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, শাস্ত্রী হয়তো ক্রিকেটারদের বলেছিলেন, বিদেশে গিয়ে ভাল করে সময় কাটাতে৷ হার-জিত কোনও ব্যাপার নয়৷ সেই সঙ্গে জোরালো হয়েছে রাহুল দ্রাবিড়কে বিরাটদের কোচ হিসেবে আনার দাবিও৷ এবার দেখার, এমন বিতর্কের মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোনও নয়া পদক্ষেপ করে কিনা৷

The post কোচের পদ থেকে সরানো হোক শাস্ত্রীকে, লর্ডসে হারের পর সরগরম নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement