সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার সঙ্গে বাস করা ভারতের পক্ষে অসাধ্য। ভারতের উন্নয়নে দরকার সততা, নৈতিক আচরণ। বুধবার ফেসবুকে একটি ‘কভার ফটো’ আপলোড করেছেন জেটলি। সেই ছবির বক্তব্য এমনটাই। বিরোধীরা যখন নোট বাতিলকে ঘিরে কেন্দ্রকে জোরাল আক্রমণ করছেন, তখন এভাবেই কেন্দ্রের মুখরক্ষায় নামলেন জেটলি, মনে করছে রাজনৈতিক মহল।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাতারাতি ঘোষণায়, বাজার থেকে বাতিল হয়েছে পুরনো ৫০০, ১০০০-এর নোট। আর তা যে বিরোধী দলগুলির কেউই ভাল চোখে নেয়নি তা জানাই ছিল। অপেক্ষা ছিল, সংসদ অধিবেশন শুরু হওয়ার। বুধবার সংসদ অধিবেশন শুরু হতেই নোট বদল নিয়ে সরকারকে আক্রমণের পথে হাঁটেন বিরোধীরা। তার উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় লোকসভার অধিবেশনে মোদির দেরিতে পৌঁছনো। যার কারণে শুরুতেই লোকসভা অধিবেশন স্থগিত হয়ে যায়। এদিন সংসদ অধিবেশন শুরুতে সর্বদল বৈঠকেও ১৫ মিনিট দেরিতে পৌঁছন মোদি। সুযোগ বুঝে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন ইউপিএ সরকারের মন্ত্রী গুলাম নবি আজাদের কটাক্ষ, বিরোধীদের বক্তব্য শোনার প্রয়োজনই বোধ করছেন না প্রধানমন্ত্রী। আচমকা নোট বদলের সিদ্ধান্ত দেশজুড়ে অরাজকতা তৈরি করেছে বলে আক্রমণ শানায় কংগ্রেস। কেন্দ্রের এই পদক্ষেপে আদৌ কতটা কালো টাকার কারবারিদেরে আটকানো যাবে তা নিয়েও প্রশ্ন উঠে যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবারই রাষ্ট্রপতির দরবারে নোট বাতিলে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
The post দেশ কালো টাকার সঙ্গে বাস করবে না, ফেসবুকে বার্তা জেটলির appeared first on Sangbad Pratidin.