shono
Advertisement
Rohit Sharma

বিশ্বকাপের দল নির্বাচনে বড় গলদ, মেনে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

নিউ ইয়র্কের পিচ চিন্তায় ফেলেছে রোহিতকেও।
Published By: Krishanu MazumderPosted: 04:34 PM Jun 06, 2024Updated: 04:37 PM Jun 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ লাফিয়ে ওঠা বল আছড়ে পড়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে। তার পরেও মাঠে থাকার চেষ্টা করলেও শেষমেশ অবসৃতই হন হিটম্যান। তাঁর কাঁধের চোট এবং নিউ ইয়র্কের পিচ চিন্তায় রাখছে ভারত অধিনায়ককে। ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে নিউ ইয়র্কের বাইশ গজও। ১৫ জনের দলে রয়েছেন চার জন স্পিনার। কিন্তু পিচ যদি এমন আচরণ করে, তাহলে তো চার স্পিন খেলানোর কোনও রাস্তাই নেই।
আয়ারল্যান্ডকে হারিয়ে ওঠার পরে রোহিত স্বীকার করে নিয়েছেন, নিউ ইয়র্কের ভেন্যু চার সিমারের উপযুক্ত। স্পিনারের প্রয়োজন পড়বে ওয়েস্ট ইন্ডিজে। হাসতে হাসতে রোহিত বলছেন, ''মনে হয় না চার স্পিনার খেলাতে পারব আমরা। দল নির্বাচনের সময়ে ভারসাম্য আনতে চেয়েছিলাম। কিন্তু এখানকার কন্ডিশন সিমারদের জন্য উপযুক্ত। আমরাও সেই মতোই সিমারদের ব্যবহার করতে চাই। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজে দরকার পড়বে স্পিনারদের।''

Advertisement

[আরও পড়ুন: টপকে গেলেন ধোনিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই একগুচ্ছ রেকর্ড রোহিতের]


আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল চার জন সিমারকে ব্যবহার করেছে। অর্শদীপ সিং, মহমম্দ সিরাজ, জশপ্রতী বুমরা ও হার্দিক পাণ্ডিয়া। তাঁদের সঙ্গে দুজন অলরাউন্ডারকে ব্যবহার করা হয়েছে। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার। তাঁরা স্পিন বোলিংও করতে পারেন। রোহিত বলছেন, ''আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছিল, তা চার জন সিমারের জন্য উপযুক্ত ছিল। তবুও আমরা দুজন স্পিনারকে নামিয়েছিলাম। তারা আবার অলরাউন্ডারও বটে।''
রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে পিচের চরিত্র কেমন হবে, তা জানা নেই রোহিতেরও। ভারত অধিনায়ক বলছেন, ''সত্যি কথা বলতে কী, এই পিচের কাছ থেকে কী প্রত্যাশা করা উচিত জানা নেই। পিচের চরিত্র এরকমই হবে ধরে নিয়েই আমরা পাক ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমাদের এগারো জনকেই অবদান রাখতে হবে।''

[আরও পড়ুন: ভারতের জার্সিতে সুনীলের শেষ ম্যাচ, ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হঠাৎ লাফিয়ে ওঠা বল আছড়ে পড়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে।
  • তার পরেও মাঠে থাকার চেষ্টা করলেও শেষমেশ অবসৃতই হন হিটম্যান।
Advertisement