shono
Advertisement

কাশ্মীরে হিন্দুদের ফেরাতে ইজরায়েলী মডেল, ইঙ্গিত ভারতীয় রাষ্ট্রদূতের

ধর্ষণ, গণহত্যার জেরে উপত্যকা থকে দলে দলে পালিয়ে আসে হিন্দুরা। The post কাশ্মীরে হিন্দুদের ফেরাতে ইজরায়েলী মডেল, ইঙ্গিত ভারতীয় রাষ্ট্রদূতের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Nov 28, 2019Updated: 09:58 AM Nov 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাশ্মীরি সংস্কৃতি আদপে হিন্দু সংস্কৃতি।’ জম্মু-কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত এই মন্তব‌্য আমেরিকার নিউ ইয়র্ক সিটির ভারতীয় কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তীর। শুধু তাই নয়, ইজরায়েলের মতো কাশ্মীরে বসতি গড়ে পণ্ডিতদের ফেরানোর কথাও বলেন তিনি। সোশ‌্যাল মিডিয়ার দৌলতে যা ইতিমধ্যেই ভাইরাল। যদিও এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

Advertisement

কনসাল জেনারেল জম্মু-কাশ্মীর ইস্যুটিকে ইজরায়েল এবং প‌্যালেস্তাইনের সঙ্গেও তুলনা করেছেন। ঘটনার যে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কাশ্মীরি পণ্ডিতদের এক সভায় সন্দীপ বলছেন, ‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদপে হিন্দু সংস্কৃতি। আপনারা ভবিষ‌্যতে কাশ্মীরে ফিরে আসতে পারবেন। আমরা বিশ্বে নজির তৈরি করেছি। ইজরায়েল যদি পারে…।’’ সন্দীপ এ-ও বলেছেন, “শ্রোতাদের মধ্যে কেউ কেউ ইহুদিদের প্রসঙ্গ তুললেন। ইজরায়েলের প্রসঙ্গ তুললেন। ওরা নিজেদের সংস্কৃতিকে নিজেদের ভূখণ্ডের বাইরেও দু’হাজার বছর ধরে টিকিয়ে রাখতে পেরেছিল। আমাদেরও একই ভাবে কাশ্মীরি সংস্কৃতিকে বঁাচিয়ে রাখতে হবে। কারণ কাশ্মীরের সংস্কৃতিই ভারতের সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি।”

উল্লেখ্য, নয়ের দশকে কাশ্মীর থেকে কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেয় জঙ্গিরা। মসজিদ থেকে হিন্দুদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়। ধর্ষণ, গণহত্যার জেরে উপত্যকা থকে দলে দলে পালিয়ে আসে হিন্দুরা। পরিসংখ্যান মতে ১৯৯০ সালে কাশ্মীরে প্রায় ৬ লক্ষ হিন্দু ছিল। কিন্তু ২০১৬ সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ৩ হাজারে। কলহনের ‘রাজতরঙ্গিনী’র পটভূমি, একদা সংস্কৃতের পীঠস্থান কাশ্মীর পরিণত হয় জেহাদিদের গড়ে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর নাৎসি বাহিনীর অত্যাচার থেকে কাশ্মীরি পণ্ডিতদের নিপীড়ন কোনও অংশে কম নয়। আজও নিজের ভিটেতে ফিরে যেতে পারেনি তাঁরা। বিদেশি রোহিঙ্গাদের নিয়ে চোখের জল ফেললেও, ভারতীয় রাজনেতা তথা বুদ্ধিজীবীদের কাছে বরাবরই ব্রাত্য কাশ্মীরি পণ্ডিতরা। তবুও নিজের ভিটে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা।

[আরও: উদ্ধবের শপথে আমন্ত্রিত সোনিয়া-মমতা, ডাকা হচ্ছে মহারাষ্ট্রের ৪০০ কৃষককে]

The post কাশ্মীরে হিন্দুদের ফেরাতে ইজরায়েলী মডেল, ইঙ্গিত ভারতীয় রাষ্ট্রদূতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার