shono
Advertisement

পরপর টুর্নামেন্টে সাফল্য, ফিফা ক্রমতালিকার প্রথম ১০০ নম্বরে উঠল ভারত

ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর সাফ কাপের সেমিফাইনালে ভারত।
Posted: 06:19 PM Jun 29, 2023Updated: 06:19 PM Jun 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) জিতেছে ভারত। সাফ কাপের সেমিফাইনালেও উঠেছে ইগর স্টিমাচের (Igor Stimac) দল। কোনও ম্যাচ না হেরেই শেষ চারে পৌঁছেছে ভারত। ধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেল মেন ইন ব্লু। ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম ১০০য় ঢুকে পড়ল ভারত (India Football Team) । টুইট করে এই খবর প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Advertisement

বৃহস্পতিবারের ফিফা (FIFA) র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারতের দখলে রয়েছে ১২০৪.৯ পয়েন্ট। তার ভিত্তিতেই বিশ্বের ক্রমতালিকায় প্রথম একশোটি দেশের মধ্যে ঢুকে পড়েছে ভারত। তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহে ১৮৪৩.৭৩ পয়েন্ট। বিশ্ব চ্যাম্পিয়নদের পরেই রয়েছে বিশ্বকাপের রানার্স ফ্রান্স। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

[আরও পড়ুন: ইডি তলবের পর দেখা নেই সায়নীর! ‘এবার সায়নী অন্তর্ধান রহস্য বেরবে’, খোঁচা সুকান্তর]

আগামী শনিবার সাফ কাপের (SAFF) সেমিফাইনাল খেলতে নামবে ভারত। লেবাননের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে র‍্যাঙ্কিংয়ের এই উন্নতি নিঃসন্দেহে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) আত্মবিশ্বাস বাড়াবে। প্রসঙ্গত, সাফ কাপের সফলতম দল ভারতই। এর আগে আটবার এই টুর্নামেন্ট জিতেছে ভারত। ক্রমতালিকার প্রথম ১০০তে ঢুকে পড়ার পর উচ্ছ্বসিত ফেডারেশন। টুইট করে বলা হয়েছে, “এভাবেই ধীরে ধীরে উন্নতি করব আমরা।” 

তবে সাফ কাপে সাফল্য পেলেও ভারতের চিন্তা বাড়াচ্ছেন দলের কোচ ইগর স্টিমাচ। টুর্নামেন্টের দু’টি ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনি। সূত্রের খবর, জাতীয় দলের কোচের এহেন আচরণে খুবই অসন্তুষ্ট ফেডারেশন। মাঠের মধ্যে অযথা আগ্রাসী হয়ে উঠছেন স্টিমাচ, এমনটাই মনে করছেন কর্তারা। ইতিমধ্যেই তাঁকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এমন আচরণ মেনে নেওয়া হবে না। প্রসঙ্গত, লাল কার্ড দেখার জেরে সেমিফাইনাল ম্যাচে মাঠে থাকতে পারবেন না ভারতের কোচ।

[আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনার ধাক্কা সামলে কেমন আছেন? প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement