shono
Advertisement

চিকিৎসার জন্য ভারতের ভরসায় আফগান সৈনিকরা

সন্ত্রাসের বিরুদ্ধে ভারতকে পাশে পেয়ে খুশি আফগানিস্তান৷ The post চিকিৎসার জন্য ভারতের ভরসায় আফগান সৈনিকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM Jan 02, 2017Updated: 09:19 AM Jan 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিটি দেখে ভয় পাওয়ার মতোই৷ কিন্তু এই ছবিই যেন আফগানিস্তানে ক্রমাগত চলতে থাকা যুদ্ধের পরিণতির প্রতীক৷ আবদুল আঘা সেই যুদ্ধেরই এক সৈনিক৷ একত্রিশ বছরের জীবনে ১০ বছরই আফগান সেনার হয়ে যুদ্ধ চালিয়েছেন আঘা৷ লড়েছেন আইএস-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে৷

Advertisement

পূর্ব আফগানিস্তানের লোগারের কাছে গিয়েছিলেন আইএস বাড়বাড়ন্ত রুখতে৷ সেখানেই এক বিস্ফোরণে গুরুতর জখম হন আঘা৷ এক হাত খোয়াতে হয়৷ খোয়াতে হয় চোখ৷ ভাল চিকিৎসার ভীষণ প্রয়োজন ছিল৷ তাই ভারতের দ্বারস্থ হয়েছেন আফগান সৈনিক৷ শুধু আঘা নয়, যুদ্ধে আহত এমন অনেক আফগান সৈনিকই দিল্লি লাজপত নগরের কস্তুরবা কলোনিতে এসে বসবাস করছেন সুস্থ হওয়ার আশায়৷ আবার দেশে সুস্থ ভাবে ফেরার আশায়৷

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা জুবের মাসুদের কথায়, যে মানুষগুলি সন্ত্রাসের বিরুদ্ধে ক্রমাগত লড়ে চলেছে তাঁদের ভাল চিকিৎসা প্রয়োজন৷ ভারতের মতো দেশগুলি হামেশা এই বিষয়ে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে৷ ইতিমধ্যেই দিল্লিতে আফগান দূতাবাসের সঙ্গে ন’টি ভারতীয় হাসপাতালের চুক্তি হয়েছে৷ আফগান রোগীদের সবরকম প্রয়োজনীয় পরিষেবা দেবেন তাঁরা৷

The post চিকিৎসার জন্য ভারতের ভরসায় আফগান সৈনিকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement