shono
Advertisement

Breaking News

আগামী সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখোমুখি হতে পারেন মোদি-বরিস জনসন, তুঙ্গে জল্পনা

বরিসকে আমন্ত্রণ জানানোর পিছনে কূটনৈতিক কৌশল দেখছে ওয়াকিবহাল মহল।
Posted: 07:42 PM Dec 02, 2020Updated: 07:42 PM Dec 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2021) প্রধান অতিথি হিসেবে ভারতে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Johnson)। জানা যাচ্ছে, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ই তাঁকে ওই আমন্ত্রণ জানান। যদি সত্যিই বরিস আসেন, তাহলে ২৭ বছর পরে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রধান অতিথি হতে দেখা যাবে।

Advertisement

গত সপ্তাহে টেলিফোনে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার মধ্যে। সেই সময় মোদি যেমন বরিসকে আমন্ত্রণ জানান, তেমনই তাঁকেও পরের বছর জি-৭ সম্মেলনে ব্রিটেনে আসার আমন্ত্রণ জানিয়ে রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে বরিসের আসার ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি ব্রিটিশ হাই কমিশন। যদিও কমিশনের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘যত দ্রুত সম্ভব ভারতে আসতে আগ্রহী প্রধানমন্ত্রী বরিস জনসন।’’ প্রসঙ্গত, দুই রাষ্ট্রনেতার মধ্যে হওয়া কথোপকথনে করোনা অতিমারীর পাশাপাশি জলবায়ু পরিবর্তন বা আরও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যাচ্ছে।

[আরও পড়ুন : নৃশংস!‌ নিজের হাতেই চার সন্তানকে কুপিয়ে খুন করল বাবা, অল্পের জন্য রেহাই স্ত্রী ও মেয়ের]

বরিসকে আমন্ত্রণ জানানোর মধ্যে ওয়াকিবহাল মহল কূটনৈতিক কৌশলও খুঁজে পেয়েছে। কী সেই কৌশল? ব্রেক্সিট আসন্ন। এদিকে আগামী বছরের জানুয়ারিতেই আমেরিকায় ক্ষমতাসীন হচ্ছেন‌ জো বিডেন। এই পরিস্থিতিতে নিজেদের সম্পর্ককে জোরালো করে তুলতে চাইছেন দুই নেতাই।

সত্যিই জনসন ভারতে এলে তিনি হবেন করোনা পরবর্তী সময়ে ভারতে আসা প্রথম রাষ্ট্রনেতা। এর আগে শেষবার ভারতে যে দু’জন বিশ্বনেতা এসেছিলেন তাঁরা হলেন মায়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনও বিশ্বব্যাপী অতিমারী শুরু হয়নি। প্রসঙ্গত, শেষবার ১৯৯৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর সাধারণতন্ত্র দিবসে ভারতের অতিথি হয়েছিলেন।

[আরও পড়ুন : গালওয়ানে লালফৌজের হামলা ছিল পূর্ব পরিকল্পিত, এবার চিনের মুখোশ খুলল আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement