সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছর পর আবার বিশ্ব ফুটবলের শীর্ষে লিওনেল মেসিরা। সদ্য প্রকাশিত পুরুষদের ফিফার বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে এসেছে আর্জেন্টিনা। ক্রমতালিকায় উন্নতি ভারতেরও।
গত মাসে দু’টি ফিফা (FIFA Ranking) ফ্রেন্ডলি ম্যাচ জেতার ফলে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলকে টপকে এক নম্বর স্থান দখল করেছে নীল-সাদা জার্সিধারীরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মরক্কোর কাছে হারের ফলে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও ফিফা র্যাঙ্কিংয়ের স্থান দখল করতে পারেনি আর্জেন্টিনা। ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের পরাজয় এবং আর্জেন্টিনার দু’টি জয়ের ফলে মেসিরা শীর্ষ স্থানে উঠে আসে।
[আরও পড়ুন: প্রথম সারির ম্যাচ শূন্য, ঠিকমতো চেনেন না ক্যাপ্টেন রানাও! নাইটদের ‘নতুন তারা’ সুয়শ শর্মা কে?]
বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম। ইংল্যান্ড রয়েছে পাঁচ নম্বরে। ষষ্ঠ এবং সপ্তম স্থানে যথাক্রমে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। অষ্টম স্থানে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল রয়েছে নবম স্থানে। দশ নম্বর জায়গা স্পেনের দখলে। আর ভারত রয়েছে ১০১ নম্বরে। মায়ানমান ও কিরগিরস্তানকে হারানোর সৌজন্যে ক্রমতালিকায় পাঁচধাপ উন্নতি করেছে ইগর স্টিমাচের দল।
এদিকে, বিশ্বকাপে চমক সৃষ্টিকারী মরক্কো রয়েছে একাদশ স্থানে। এশিয়ার দেশগুলির মধ্যে জাপানের র্যাঙ্কিং সবচেয়ে উল্লেখযোগ্য। তারা রয়েছে ২০ নম্বরে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ১৪ নম্বরে। ১৫ নম্বর স্থানে রয়েছে মেক্সিকো। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের স্থান ১৬।