সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের (Passport) তালিকায় সাত ধাপ উপরে উঠে এল ভারত (India)। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ের ৮০ তম স্থানে রয়েছে ভারতের পাসপোর্ট। তার ফলে ৫৭টি জায়গায় ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন ভারতের নাগরিকরা। অন্যদিকে, জাপানকে সরিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালীর তকমা পেয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। বিশ্বের মোট ১৯২টি স্থানে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের।
মঙ্গলবারই নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই মঙ্গলবার নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। টানা পাঁচ বছর এই তালিকায় শীর্ষ স্থানে থাকার পরে নীচে নেমে গিয়েছে জাপান। তালিকায় সকলের উপরে উঠে এসেছে সিঙ্গাপুর। নয়া তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছে জাপান।
[আরও পড়ুন: INDIA নয় ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কটাক্ষ বিজেপির, জবাব দিল কংগ্রেস]
গত বছরের তালিকায় ৮৭তম স্থানে ছিল ভারত। এক বছরের মধ্যেই এই ক্রমতালিকায় সাত ধাপ উন্নতি হয়েছে দেশের। সবমিলিয়ে ৫৭টি জায়গায় ভিসা ছাড়াই যেতে পারবেন ভারতের পাসপোর্ট হোল্ডাররা। তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রোয়ান্ডা, জামাইকা ও শ্রীলঙ্কা। তবে চিন, রাশিয়া, আমেরিকা-সহ বেশিরভাগ দেশে যেতেই ভিসা লাগবে ভারতীয় পাসপোর্ট হোল্ডারের।
র্যাঙ্কিংয়ে নীচের দিকে নেমে গিয়েছে আমেরিকা ও ব্রিটেনও। দুই ধাপ নীচে নেমে চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন ও অষ্টম স্থানে রয়েছে আমেরিকা। তালিকায় সকলের নীচে রয়েছে আফগানিস্তান। মাত্র ২৭টি জায়গায় ভিসা ছাড়া যেতে পারবেন তালিবান শাসিত দেশটির নাগরিকরা। ভারতের সঙ্গে একই র্যাঙ্কিংয়ে রয়েছে সেনেগাল ও টোগোও। ৫৭টি জায়গায় ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন এই দেশের নাগরিকরা।