ভারত- ৩৮১/৬ (যুবরাজ ১৫০, ধোনি ১৩৪)
ইংল্যান্ড-৩৬৬/৮ (জেসন-৮২, রুট-৫৪, মর্গ্যান-১০২ )
১৫ রানে জিতল ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, পুরনো কাঠ আগুনের ছোঁয়া পেলেই জ্বলে ওঠে। বন্ধু যত পুরনো হয় বিশ্বাস নাকি ততটাই জোরদার হয়। আর মদ যত পুরনো তার নেশা নাকি ততই গাঢ় হয়। ব্যবহারিক জীবন থেকেই এইসব সত্যিরা ঠাঁই পেয়েছে প্রবাদের তালিকায়। বৃহস্পতিবার সে তালিকায় আরও একটা সত্যি যেন যোগ করে দিলেন যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি। জুটি যত পুরনো হয় তার ধার তত বাড়ে- এদিন ইংল্যান্ডকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন তাঁরা।
কামব্যাকের সময়ই যুবরাজ বলেছিলেন, আবার ধোনির সঙ্গে জুটি বেঁধে বড় বড় ছক্কা মারবেন তাঁরা। তা যে স্রেফ কথার কথা নয় তা পুণে দেখতে না পেলেও, দেখল বারবাটি। ইংল্যাডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে দুজনেই ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দুজনেই দারুণভাবে সফল। তাও এমন একটা সময় যখন বিরাট কোহলি-সহ তিন উইকেট হারিয়ে ক্রমশ চাপ জাঁকিয়ে বসছে ভারতীয় দলের স্নায়ুতে। কিন্তু ধোনি-যুবরাজ জুটি যে কোনও দিন যে কোনও দলের বোলারদের কাছে বিভীষিকা হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সে ২০১১ সাল হোক বা ২০১৭- একই রকম পরিত্রাতার ভূমিকায় তাঁরা।
এদিন যুবরাজের খেলা দেখলে কে বলবে যে, ছ’বছর পর সেঞ্চুরি করলেন তিনি! বরং মনে হল যেন
জেসন আর রুট যেভাবে খেলছিলেন, তাঁতে বিশেষজ্ঞদের ধারণা খুব একটা ভ্রান্ত বলে মনে হচ্ছিল না।
রান তাড়া করায় ভারতের রেকর্ড ঈর্ষণীয়। আর তাই টসে জিতে এদিন বিরাটদের ব্যাট করতে পাঠান মর্গ্যান। পরে বল করেও এই জয় তাই ভারতীয় দলের ভারসাম্যটিকে অনেক বেশি জোরদার করল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেললেন ক্যাপ্টেন কোহলি। পরবর্তী ম্যাচে বিরাটরা যে অনেকটা আত্মবিশ্বাসী আর আগ্রাসী হয়েই ঝাঁপাবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
The post ভিন্টেজ ধোনি-যুবি ঝড়ে কুপোকাত মর্গ্যানরা appeared first on Sangbad Pratidin.