shono
Advertisement

COVID-19: গত ২৪ ঘণ্টায় দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, মহারাষ্ট্রে তিন মাসে সর্বোচ্চ সংক্রমণ

দেশে অনেকটা কমল মৃত্যুর সংখ্যা।
Posted: 09:30 AM Jun 01, 2022Updated: 09:44 AM Jun 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে মাঙ্কিপক্স। তবে তার মধ্যেও কমেনি করোনার দাপট। ভারতে আপাতত মাঙ্কিপক্স থাবা বসাতে না পারেনি ঠিকই, তবে কাটেনি কোভিডের প্রকোপ। গত ২৪ ঘণ্টাতেই যেমন বেড়েছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ।

Advertisement

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৭৪৫ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। দেশের দৈনিক পজিটিভিটি রেট ০.৬০ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। মুম্বইয়ে একলাফে ২৩১ শতাংশ বেড়েছে হাসপাতালে ভরতির হার। তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে মহারাষ্ট্র সরকার। নতুন করে মাথাচাড়া দিচ্ছে প্রশ্নটা। যদিও সরকারের তরফে এখনও এমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এদিকে রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৩৬।

[আরও পড়ুন: ‘ওরা নিজেরাও ডুববে, অন্যকেও ডোবাবে’, কংগ্রেসে যোগ দিচ্ছেন না, ঘোষণা প্রশান্ত কিশোরের]

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৩৮৬। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। তবে হাসপাতালে ভরতির পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম।

স্বস্তিজনক সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১৭ হাজার ৮১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২,২৩৬ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৫৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৫ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: Singer KK: মাথায় ও মুখে ছিল ক্ষতচিহ্ন? সংগীতশিল্পী কেকে’র অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement