সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অব্যাহত দেশের করোনা গ্রাফের ওঠানামা। দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমল অ্যাকটিভ কেসও। স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। করোনার তৃতীয় ঢেউ রুখে দেওয়ার জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যে শুক্রবারই জাইডাস ক্যাডিলার কোভিড ভ্যাকসিনকে (Corona Vaccine) জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। যার অর্থ এবার ১২ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই টিকাকরণের আওতায় আনা যাবে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৪৫৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৫.৭ শতাংশ কম। তবে আক্রান্তের নিরিখে চিন্তা বাড়াচ্ছে কেরল। এদিকে একদিনে দেশে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৭৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।
[আরও পড়ুন: সেনা-পুলিশের যৌথ অভিযানে সাফল্য, কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম তিন জইশ জঙ্গি]
২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের পাশাপাশি কমল অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ১৫১ দিন পর আজই সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন।
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। যে লক্ষ্যে গিনেস বুকে (Guinness World Record) নাম তুলে ফেলল মুম্বইয়ের একটি হাসপাতাল। এক সপ্তাহে ৩০ হাজারেরও বেশি মানুষকে ভ্যাকসিন দিয়ে রেকর্ড গড়েছে হাসপাতালটি। যেখানে টিকা পেয়েছেন ধারাভি বসতির বাসিন্দারাও। দেশে এখনও পর্যন্ত দেশে প্রায় ৫৭ কোটি ৬১ হাজারেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৬ লক্ষের বেশি। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ২১ হাজার ২০৫ টি নমুনা পরীক্ষা হয়েছে।