shono
Advertisement

COVID-19: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, রেকর্ড টিকাকরণে ভারতের প্রশংসায় WHO

একদিনে লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও।
Posted: 09:48 AM Aug 28, 2021Updated: 10:07 AM Aug 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও যার ব্যতিক্রম হল না। একদিনে লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও। সংক্রমণ মোকাবিলাতে টিকাকরণেই জোর দিচ্ছে কেন্দ্র। গতকাল যেমন ভ্যাকসিন দেওয়ায় নয়া রেকর্ড গড়ল দেশ। একদিনে টিকা পেলেন এক কোটিরও বেশি মানুষ। আর তাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রশংসা কুড়োল ভারত।

Advertisement

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৭৫৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। নতুন করে চিন্তা বাড়াচ্ছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫০৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জন।

[আরও পড়ুন: ভারতে আসা আফগানদের এখনই ‘শরণার্থী’ তকমা নয়, ঘোষণা বিদেশমন্ত্রকের]

২৪ ঘণ্টায় দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের সঙ্গে বাড়ল অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। যার প্রমাণ মিলল শুক্রবার। একদিনে ১ কোটি তিন লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। টুইট করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণে রেকর্ড গড়ে বিশ্ব স্বাস্থ্য সংখ্যারও প্রশংসা কুড়িয়েছে ভারত। দেশে এখনও পর্যন্ত দেশে ৬২ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। বে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৬১ হাজার ১১০ টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: Afghanistan Crisis: তালিবানের হাতেই কাবুল বিমানবন্দর তুলে দিতে চলেছে আমেরিকা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement