সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা দ্রুত সামলে নেওয়া সম্ভব হয়েছে কড়া বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে। চলতি বছরই দেশে অবশ্য কোভিডে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তবে আপাতত কোভিড সংক্রমণে রাশ টানতে অনেকটাই সফল ভারত। দৈনিক আক্রান্ত নেমে এসেছে ৬ হাজারের নিচে। স্বস্তি দিয়ে দেশজুড়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। তবে এখনও খানিকটা চিন্তায় রাখছে মৃত্যুহার।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন। গতকালের তুলনায় যা বেশ খানিকটা কম। সেই সঙ্গে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৮। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৫ শতাংশে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ।
[আরও পড়ুন: প্রশান্ত কিশোরের বিকল্প! ২০২৩ বিধানসভা নির্বাচনগুলির জন্য নতুন ভোটকুশলীর সঙ্গে চুক্তি কংগ্রেসের]
বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮ জন।
এসবের মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ৬৫১ জন। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৮ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৯ লক্ষের ৪০ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।