সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন লাগাতার বৃদ্ধির পর মঙ্গলবার দেশের করোনা পরিসংখ্যানে মিলেছিল সাময়িক স্বস্তি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্য়া। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯০০ জনেরও বেশি। বর্তমানে সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাড়ছে হাসপাতালে ভরতির হারও। আরও চিন্তার কারণ হল এই রাজ্যে নতুন দু’টি BA.5 ভ্যারিয়েন্টের সন্ধানও পাওয়া গিয়েছে।
[আরও পড়ুন: রসিকা জৈন রহস্যমৃত্যুতেও তদন্তভার দময়ন্তী সেনের কাঁধে, গঠিত ৭ সদস্যের টিম]
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২। ভয় ধরিয়ে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৬৩৭। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.১২ শতাংশ।
তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫,৭১৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৫০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৪০ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।