সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। এদিকে বুধবারই দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য ঝুঁকিপ্রবণ দেশ থেকে মহারাষ্ট্রে আসা ৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাঁরা ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত (Coronavirus) হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার দেশে কোভিড-১৯ সংক্রমিত (COVID-19) হয়েছিলেন ৬ হাজার ৯৯০ জন। মাত্র ২৪ ঘণ্টায় অনেকটা বাড়ল সংক্রমণ।
[আরও পড়ুন: ‘আশীর্বাদ’ হয়ে দাঁড়াতে পারে ওমিক্রন! কেন এমন দাবি করছেন বিশেষজ্ঞরা?]
একদিনে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। মঙ্গলবারের তুলনায় বেড়েছে মৃত্যুও। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ২০৭ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯৯ হাজার ২৩ জন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার টিকাকরণ। দেশে জোরকদমে চলছে টিকাকরণ। ইতিমধ্যে ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ২৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: গোয়ায় TMC নয়, কংগ্রেসের হাত ধরল জিএফপি, ‘বিশ্বাসঘাতক’ কটাক্ষ তৃণমূলের]
এদিকে মহারাষ্ট্রে ‘ওমিক্রন’ আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ফেরত মোট ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও তাঁরা ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। দিল্লিতেও ঝুঁকিপ্রবণ দেশ থেকে ৪ টি বিমানে ১ হাজার ১৩ জন দিল্লি পৌঁছেছেন। তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি। এদিকে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল সিকিমে। ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে।