সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড তথা আইএমও) ২০২২—এ সাফল্যের নয়া নজির তৈরি করল ভারতীয় দল। জিতে নিল একটি সোনা—সহ পাঁচটি ব্রোঞ্জ। গত ৬ থেকে ১৬ জুলাই, নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত হয়েছিল এই অলিম্পিয়াড। অংশ নিয়েছিল ভারত—সহ বিশ্বের একাধিক দেশের প্রতিনিধি দল। তবে আলাদা করে নজর কেড়ে নিয়েছে ভারতীয় দলের তুখোড় ‘পারফরম্যান্স’। কামাল করেছে বেঙ্গালুরুর প্রাঞ্জল শ্রীবাস্তব (১৮)। এই কিশোর জিতে নিয়েছে সোনা।
[আরও পড়ুন: গান্ধীজির চেয়ে কম নন সাভারকর, সংস্কৃতি মন্ত্রকের পত্রিকা নিয়ে তুঙ্গে বিতর্ক ]
এই নিয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পর পর তিনবার সোনা জিতল প্রাঞ্জল। করল হ্যাটট্রিক। প্রাঞ্জলই প্রথম ভারতীয় যে আইএমও—তে তিনটি সোনা জিতল। আইএমও—তে প্রথম প্রাঞ্জল অংশ নেন ২০১৮ সালে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। সে বছর রুপো জিতেছিল সে। তার পর ২০১৯, ২০২১ এবং ২০২২—এ সে জিতল স্বর্ণপদক। প্রাঞ্জল ছাড়াও এই অলিম্পিয়াডে আর যে সমস্ত ভারতীয়রা কামাল দেখিয়েছে, তারা হল ভারতের অর্জুন গুপ্তা (নয়াদিল্লি), আদিত্য ভেঙ্কট গণেশ মাংগুড়ি (পুণে), অতুল শতাবর্ত নাদিগ (বেঙ্গালুরু), ভেদান্ত সাইনি (চণ্ডিগড়) এবং কৌস্তব মিশ্র (বেঙ্গালুরু)। এরা প্রত্যেকেই জিতে নিয়েছে ব্রোঞ্জ পদক। রবিবার এই ভারতীয় দলটি দেশে ফিরেছে। দেশের মাটিতে পা রাখতেই সম্বর্ধনা জানানো হয় তাদের।