shono
Advertisement

Breaking News

চিনের বিরুদ্ধে দলাই লামাকে ব্যবহার করা বন্ধ করুক ভারত, দাবি বেজিংয়ের

গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়েছে চিন৷ The post চিনের বিরুদ্ধে দলাই লামাকে ব্যবহার করা বন্ধ করুক ভারত, দাবি বেজিংয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Apr 17, 2017Updated: 11:58 AM Oct 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর নিয়ে ক্ষুব্ধ চিন ফের আক্রমণ শানিয়েছে ভারতের বিরুদ্ধে। চিনা বিদেশমন্ত্রকের দাবি, দলাই লামার অরুণাচল সফরে ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং জানিয়েছেন, দলাই লামার অরুণাচল সফরের নেতিবাচক প্রভাব পড়েছে ভারত-চিন সম্পর্কে। তিব্বত নিয়ে নিজের প্রতিশ্রুতি পালন করুক ভারত। চিনের বিরুদ্ধে দলাই লামাকে ব্যবহার করা উচিত হয়নি। একমাত্র এই পন্থা নিলেই দু’দেশের মধ্যে সীমান্ত বিবাদ মেটানোর আদর্শ পরিবেশ তৈরি হবে।

Advertisement

[যত ঘণ্টা বাস, এবার থেকে ততক্ষণেরই ভাড়া দিন হোটেলে]

দলাই লামাকে অরুণাচলে ঢুকতে দেওয়ায় পাল্টা কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরাল করে তোলার হুমকি দিয়েছে চিনা সরকার। চাইলেই কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে পারে চিন, দাবি সে দেশের সরকারি সংবাদমাধ্যমের। এমনকী, গ্লোবাল টাইমসে তো এও বলা হয়েছে, “ভারতের চেয়ে চিনের জিডিপি ঢের বেশি। সেনাবহরেও ভারতের চেয়ে বহুগুণ শক্তিশালী চিন। চোখের পলক ফেলার আগে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে যাবে চিনা মিলিটারি। আর ভারতের প্রতিবেশীরা (পড়ুন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার-সহ অন্যান্য দেশ) চিনের ভাল বন্ধু। যুদ্ধ বাধলে বেজিং কি নয়াদিল্লির কাছে হেরে যাবে বলে মনে হয়?” এর পাশাপাশি, কূটনৈতিক স্তরে প্রতিবাদ দাখিল করে প্রতিবেশী দেশটির দাবি, দলাই লামাকে অরুণাচলে যাওয়ার অনুমতি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করেছে ভারত৷ যদিও তিব্বতি ধর্মগুরু স্পষ্ট জানিয়েছেন, ভারত তাঁকে কখনও চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি৷

[প্রশাসন উদাসীন, শহিদ পুত্রের স্মৃতিসৌধ নিজের হাতে পরিস্কার করলেন বাবা]

দলাই লামার অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়েছে চিন৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভারতের বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একপ্রকার কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তিব্বতি ধর্মগুরুর অরুণাচলে যাওয়া ধর্মীয় সফর৷ ভারত এই বিষয়ে কোনও বিতর্ক চায় না৷ চিনের হুমকি ছিল ‘ফল ভাল হবে না’৷ জবাবে ভারত জানায়, এই ধরনের মন্তব্য তারা ভালভাবে দেখছে না৷ এরপরেও সুর চড়িয়েছে চিনও৷ চিন পাল্টা সুর চড়ালেও ভারত যে নিজেদের অবস্থান থেকে একচুল সরছে না, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সে বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেন, ভারত ওই নীতিতেই অনড়৷ দলাই লামার সফর পুরোপুরি ধর্মীয়৷ তিনি আগেও বহুবার অরুণাচলে গিয়েছেন৷ তাই এ বিষয়ে রাজনীতির রং চড়ানো হোক বা কৃত্রিম বিতর্ক তৈরি হোক, তা ভারত চায় না৷

The post চিনের বিরুদ্ধে দলাই লামাকে ব্যবহার করা বন্ধ করুক ভারত, দাবি বেজিংয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement