shono
Advertisement

Breaking News

India Team

ঘূর্ণি পিচেই চুনকাম এড়ানোর ম্যাচ! তৃতীয় টেস্টের আগে ৩৫ নেট বোলার ভারতের অনুশীলনে

বেঙ্গালুরু এবং পুণে টেস্টে কিউয়িদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল রোহিত ব্রিগেড।
Published By: Anwesha AdhikaryPosted: 06:19 PM Oct 30, 2024Updated: 06:19 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাউন্সি হোক বা ঘূর্ণি পিচ- নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমস্ত উইকেটেই ধরাশায়ী হয়েছে ভারত। তবে সিরিজ হারলেও তৃতীয় টেস্টে জিততে মরিয়া রোহিত শর্মারা। সূত্রের খবর, কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ৩৫ জন নেট বোলারকে মুম্বইয়ে ডেকে পাঠাল ভারতের টিম ম্যানেজমেন্ট। তাদের মধ্যে অধিকাংশই স্পিনার। কেকেআরের তরুণ তারকা হর্ষিত রানাকেও নাকি তলব করা হয়েছে ভারতীয় দলের অনুশীলনে।

Advertisement

বেঙ্গালুরু এবং পুণে টেস্টে কিউয়িদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল রোহিত ব্রিগেড। প্রথম টেস্টে ভার‍তীয় ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিয়েছিলেন তরুণ পেসার উইলিয়াম ও রুরকি। পুণে টেস্টে ভারতের ত্রাস হয়ে ওঠেন মিচেল স্যান্টনার। টেস্টে নিজের সেরা পারফরম্যান্স করেন তিনি। অর্থাৎ দুরকম পিচেই ব্যর্থ হয়েছে মেন ইন ব্লু। টানা দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। চাপ পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।

এহেন পরিস্থিতিতে মুম্বইয়ে তৃতীয় টেস্ট জিততে মরিয়া ভারত। এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সম্ভাবনা আরও বাড়বে। শুক্রবার থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে পরপর দুদিন প্র্যাকটিস রাখা হয়েছে ভারতীয় দলের। সেই অনুশীলনে সকলের হাজির থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, সেই সঙ্গেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, অন্তত ৩৫ জন নেট বোলারের ব্যবস্থা করতে হবে। তার মধ্যে অধিকাংশই স্পিনার। আলাদা ধরনের স্পিনার চাওয়া হয়েছে মেন ইন ব্লুর তরফে। উল্লেখ্য, মুম্বইয়ের ওয়াংখেড়েতে বরাবরই স্পিনসহায়ক পিচ থাকে। তৃতীয় টেস্টেও ঘূর্ণি পিচই থাকবে বলে স্থানীয় সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম টেস্টে ভার‍তীয় ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিয়েছিলেন তরুণ পেসার উইলিয়াম ও রুরকি।
  • পুণে টেস্টে ভারতের ত্রাস হয়ে ওঠেন মিচেল স্যান্টনার। টেস্টে নিজের সেরা পারফরম্যান্স করেন তিনি।
  • মুম্বইয়ে তৃতীয় টেস্ট জিততে মরিয়া ভারত। এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সম্ভাবনা আরও বাড়বে।
Advertisement