সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’ম্যাচের টেস্ট সিরিজের ফল ২-০। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছিল ৩-১। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয়। ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজকে তিন ফরম্যাটেই পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া। তাই ভারতের কাছে রবিবারের শেষ টি-টোয়েন্টি নেহাতই নিয়মরক্ষার।
ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই দলের তিন প্রধান বোলারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উমেশ যাদব-যশপ্রীত বুমরা-কুলদীপ যাদব। প্র্যাকটিস করা তো দূরঅস্ত, শোনা গেল কয়েকজন ক্রিকেটার নাকি রবিবার ম্যাচের দিন চেন্নাই পৌছবেন! সন্ধে সাতটায় খেলা শুরু। সকালের দিকে টিম হোটেলে এসে পড়লেই তো হল! আসলে এ ম্যাচ নিয়ে চেন্নাইতেও তেমন উত্তেজনা নেই। আইপিএল-এর সৌজন্যে এ শহর হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির সেকেন্ড হোম। আর যেখানে ধোনিই খেলবেন না, সেখানে নিয়মরক্ষার ম্যাচ নিয়ে বিশেষ মাথাব্যথা নেই।
[‘পল হ্যারিস, ইয়ে কৌন হ্যায়?’ ফের বিতর্কের মুখে কোহলি]
তা সত্ত্বেও অবশ্য ম্যাচটাকে পুরোপুরি নিরামিষ বলা যাবে না। কারণ সেই রোহিত গুরুনাথ শর্মা। ভারতীয় ক্রিকেটের হিটম্যান। দীপাবলির রাতে নবাবের শহর লখনউয়ে যিনি ব্যাট হাতে রংমশাল জ্বালিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার নম্বর সেঞ্চুরি করেছিলেন এই সিরিজের অধিনায়ক। রবিবার আরও একটা বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। আর ৬৯ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন মুম্বইকর। বর্তমানে এই রেকর্ড আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলের (২২৭১ রান)। রোহিতের এই মুহূর্তে রান ২২০৩। লখনউয়ে শেষ ম্যাচেই রোহিত ভেঙেছেন টি-টোয়েন্টিতে ভারতের হয়ে বিরাট কোহলির সর্বোচ্চ রানের (২১০২) রেকর্ড। যদিও ক্যাপ্টেন কোহলি চলতি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়েছেন।
রবিবার অধিনায়ক রোহিতের আবার ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করাটাও একটা লক্ষ্য। এ মাসেই ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের আগে মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, বোলিং আক্রমণে দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর-শাহবাজ নাদিমকে আন্তর্জাতিক মঞ্চে দেখে নেওয়ার শেষ সুযোগ এদিনই। ওয়েস্ট ইন্ডিজ আবার কার্যত খালি হাতেই ভারত থেকে ফেরার মুখে। তাদের জন্য একটাই সুখবর, শেষ ম্যাচে চায়নাম্যান কুলদীপকে খেলতে হবে না। শনিবার সাংবাদিক সম্মেলনে ক্যারিবিয়ান ক্রিকেটার দীনেশ রামদিন বলেই ফেলেন, “আমাদের ব্যাটসম্যানরা কুলদীপের স্পিন বুঝতে পারছে না। কোনটা টার্ন করে ভেতরে আসবে, কোন বলটা বাইরের দিকে স্পিন করবে, কুলদীপের কোনটা গুগলি কোনও কিছুর হদিশ পায়নি আমাদের ব্যাটসম্যানরা।”
[ঘরের মাঠে কাটল খরা, পুণেকে হারিয়ে জয়ে ফিরল এটিকে]
The post নিয়মরক্ষার ম্যাচে আজ আরও একটি বিশ্বরেকর্ডের সামনে হিটম্যান appeared first on Sangbad Pratidin.