shono
Advertisement

দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত

দলে কী কী পরিবর্তন? The post দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM Oct 11, 2018Updated: 06:44 PM Oct 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল নির্বাচন নিয়ে বৃহস্পতিবার দিনভর টানাপোড়েনের পর আজ ফের দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় জয়ের ব্যপারে আশাবাদী ভারতীয় শিবির। তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে এটাই ভারতের শেষ টেস্ট। তাই সমস্তরকম পরীক্ষানিরীক্ষা এই টেস্টেই সেরে ফেলতে চাইছে ভারতীয় শিবির।

Advertisement

[দশ বলেই ম্যাচ জয়, চমকপ্রদ স্কোরলাইন মালয়েশিয়া-মায়ানমার ম্যাচে]

যা খবর পাওয়া যাচ্ছিল, হায়দরাবাদ টেস্টে কেএল রাহুল, পৃথ্বী শ, ময়ঙ্ক আগরওয়াল- স্কোয়াডে থাকা তিন ওপেনারকেই খেলিয়ে দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে হায়দরাবাদেই শেষ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া সফরে উপরের তিন ওপেনারকেও ভাবা হলে, এটাই তাঁদের দেখে নেওয়ার শেষ সুযোগ। কিন্তু সে পথে হাঁটল না ভারত। ১২ জনের চূড়ান্ত দলে সুযোগ পেলেন না ময়ঙ্ক। রাহুল গত ১৬ টেস্ট ইনিংসের মধ্যে ১৪-টায় ব্যর্থ হয়েছেন। কিন্তু টিমের তরফ থেকে বোলিং কোচ ভরত অরুণ জানিয়ে দিলেন, রাহুল অসামান্য প্রতিভা। “ওকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। একজন কোচ হিসেবে এটুকু বলতে পারি, রাহুল দারুণ ব্যাটসম্যান। যে ভবিষ্যতে আমাদের সম্পদ হয়ে উঠতে পারে। রাহুলের ব্যাপারে আমাদের যথেষ্ট ধৈর্য দেখানো দরকার,” বুধবার বলে দিয়েছেন অরুণ। ভারতীয় বোলিং কোচের কথা অর্থবাহী হলে রাহুল হায়দরাবাদে আরও একটা সুযোগ পাচ্ছেন। তাছাড়া খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই দলে। একই সঙ্গে হয়তো বাকি দুই ওপেনারও। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ইতিমধ্যেই শিরোনামে চলে এসেছেন তরুণ পৃথ্বী। দ্বিতীয় ম্যাচেও পৃথ্বীকে নিয়ে আশাবাদী ভারত। যদিও অধিনায়ক কোহলি বলেছেন, “ওকে নিয়ে এখনই আমরা অতিরিক্ত উচ্ছ্বসিত হতে চাইছি না।”

[রণতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ভারতীয় মহিলার]

অন্যদিকে, প্রথম টেস্টে বিশ্রী হারের পর সমালোচনার মুখে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দল অবশ্য প্রথম ম্যাচের হারের জ্বালা ভুলে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করছে। শক্তিশালী প্রতিপক্ষের কাছে হারলেও খুব একটা আশাহত নয় ওয়েস্ট ইন্ডিজ শিবির।  

ভারতের ১২ জনের চূড়ান্ত দল: 

বিরাট কোহলি, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর।

The post দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement