shono
Advertisement

শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত

চিন-পাকিস্তানকে নজরে রেখে বায়ুসেনাকে আরও ঘাতক করে তুলছে ভারত৷ The post শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Jan 13, 2017Updated: 03:31 PM Jan 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-পাকিস্তানকে নজরে রেখে বায়ুসেনাকে আরও ঘাতক করে তুলছে ভারত৷ সূত্রের খবর, বায়ুসেনার শক্তি বাড়িয়ে তুলতে আরও ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০১৯ সালে ফ্রান্সের সঙ্গে এই বিমান কেনার চুক্তি স্বাক্ষর করতে পারে ভারত৷ ইতিমধ্যেই ৩৬টি রাফালে কেনা হয়ে গিয়েছে৷ ২০১৯-এ প্রস্তাবিত ৩৬টি বিমান কেনা হয়ে গেলে ভারতীয় বায়ুসেনাকে অন্তরীক্ষে হারানো কার্যত অসম্ভব হয়ে পড়বে শত্রুদের পক্ষে৷

Advertisement

যুদ্ধের প্রস্তুতি! আগেভাগেই দেশে আসছে রাফালে ফাইটার জেট!

ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের৷ শেষমেশ গতবছর উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ অত্যাধুনিক এই জেটগুলি সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনার ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে৷ তবে সেগুলি আসতে কিছুটা সময় লাগার কথা৷

যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সেনার হাতে যেন সবরকমের অস্ত্র মজুত থাকে৷ আর তাই রাফালেগুলি তাড়াতাড়ি দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷

তাইওয়ানের জলসীমায় চিনা রণতরী, যুদ্ধের দামামা দক্ষিণ চিন সাগরে

The post শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement