shono
Advertisement

Breaking News

India vs Bangladesh

৬ মাস পর টেস্ট অভিযানে ভারত, উজ্জীবিত বাংলাদেশের বিরুদ্ধে কোন কৌশল নেবেন রোহিতরা?

টেস্টে প্রথম পরীক্ষা কোচ গম্ভীরের। যদিও বুমরাহ দলে থাকা সত্ত্বেও সহ-অধিনায়ক নিয়ে ধোঁয়াশা থাকছে।
Published By: Arpan DasPosted: 11:24 AM Sep 09, 2024Updated: 11:43 AM Sep 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে একতরফা জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তার পর আইপিএল গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ৬ মাস পরে লাল বলের ক্রিকেট অভিযানে নামবেন রোহিতরা। অভিজ্ঞ মুখরা যেমন আছেন, তেমনই অভিষেক হতে চলেছে অনেকের। আবার বাদও পড়েছেন একাধিক তারকা। বিপরীতে সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ।

Advertisement

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এখনও পর্যন্ত তার দৌড়ে সবার আগে রয়েছে ভারত। বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম টেস্ট সিরিজ। নেতৃত্বের দায়িত্ব রোহিত শর্মার কাঁধেই। অনবদ্য ফর্মে রয়েছেন হিটম্যান। বাংলাদেশের বিরুদ্ধে ফের তার নমুনা দেখা যেতে পারে। সঙ্গী হবেন বিরাট কোহলিও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা প্লেয়ার হয়েছিলেন। অপেক্ষা থাকবে তাঁর ব্যাটের ঝড় দেখার জন্য।

[আরও পড়ুন: ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার সামনে ভারত, প্রথম ট্রফিতে নজর কোচ মানোলোর]

তবে নজর থাকবে বেশ কয়েকজনের উপর। শুভমান গিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই। দলীপ ট্রফির প্রথম ম্যাচে রান পাননি। সেখানে হাফসেঞ্চুরি পেলেও কেএল রাহুলকে নিয়েও একই প্রশ্ন উঠতে পারে। যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুড়েলরা আশার আলো দেখালেও ধারাবাহিক হয়ে উঠতে পারেন কিনা, সেটাও দেখা যেতে পারে এই সিরিজে। প্রত্যাবর্তন ঘটেছে ঋষভ পন্থের। গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম দেশের জার্সিতে লাল বলের ম্যাচে নামবেন ভারতীয় উইকেটকিপার। তাঁর ব্যাটে সেই পুরনো ঝড়ের অপেক্ষা থাকবে ভক্তদের।

[আরও পড়ুন: হরবিন্দর-প্রীতির হাতে জাতীয় পতাকা, প্যারিসে জমজমাট প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান]

ভারতের বোলিং বিভাগ যে এই মুহূর্তে বিশ্বসেরা, সেটা প্রশ্নাতীত। বাংলাদেশের বিরুদ্ধে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে এরকম জল্পনা ছিল। কিন্তু সেই ধোঁয়াশা কাটিয়ে তিনিও আছেন দলে। অভিজ্ঞ মুখ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব স্পিনের ঘূর্ণি দেখানোর জন্য প্রস্তুত। দেশের হয়ে টেস্টে অভিষেক হতে পারে যশ দয়ালের। রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা খাওয়া থেকে ভারতের টেস্ট দল, অনেকটা কঠিন পথ হাঁটতে হয়েছে তাঁকে। অন্যদিকে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে গিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। দলীপ ট্রফির এক ম্যাচে ৯ উইকেট নিয়েছেন।

মহম্মদ শামি বাংলাদেশ সিরিজে থাকবেন কিনা, সেই প্রশ্ন দীর্ঘদিন ঘুরেছে ক্রিকেটমহলে। ওয়ানডে বিশ্বকাপের পর চোটের জন্য আর মাঠে নামেননি তিনি। বাংলাদেশ সিরিজেও শামি দলে নেই। অন্যদিকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। রনজি ট্রফি থেকে সরে যাওয়ার পর বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছিলেন নাইট অধিনায়ক। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ফিরলেও রান পাননি। তার সঙ্গে একটা বড় প্রশ্নও ঘুরছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলের কোনও সহ-অধিনায়ক ঘোষণা করা হয়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এই দায়িত্ব এখন শুভমান গিলের কাঁধে। বুমরাহ দলে থাকলেও সহ-অধিনায়ক করা হয়নি তাঁকে। সেই বিষয় নিয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে। সেখানে একতরফা জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।
  • তার পর আইপিএল গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ফের লাল বলের ক্রিকেট অভিযানে নামবেন রোহিতরা।
  • অভিজ্ঞ মুখরা যেমন আছেন, তেমনই অভিষেক হতে চলেছে অনেকের। আবার বাদও পড়েছেন একাধিক তারকা।
Advertisement