shono
Advertisement

কোহলি-পূজারার জোড়া সেঞ্চুরিতে ভর করে চালকের আসনে ভারতf

অধিনায়কের দায়িত্ব পালন করেও ঠান্ডা মাথায় নিজের ৫০তম টেস্টে ১৪তম শতরানটি করে ফেললেন৷ The post কোহলি-পূজারার জোড়া সেঞ্চুরিতে ভর করে চালকের আসনে ভারতf appeared first on Sangbad Pratidin.
Posted: 12:12 AM Nov 18, 2016Updated: 11:17 AM Nov 18, 2016

ভারত: ৩১৭/৪ (পূজারা-১১৯, কোহলি-১৫১*)

Advertisement

ইংল্যান্ড

প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারে ভাইজ্যাগের বাইশ গজে দু’টো সেঞ্চুরির বাইরেও অনেক ঘটনা ঘটল৷ জোড়া শতরানের বিষয়ে না হয় পরে আসা যাবে৷ কারণ চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির দর্শনীয় শতরানের আগেই মাঠের মধ্যে সারমেয় ঢুকে প্রথমেই বিপত্তি ঘটাল৷ তাকে মাঠ থেকে বের করার পর আবার আরেক বিপত্তি৷ এবার ব্রিটিশ ধারাভাষ্যকরদের ঠাট্টার পাত্র হয়ে উঠলেন ভারতীয় ওপেনার পূজারা৷

কী এমন করলেন তিনি? ১২টা চার এবং দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৯ রানের অনবদ্য ইনিংস খেললেন৷ প্রথম দিনই দলের ভিত তৈরি করে দিলেন৷ তাহলে কীভাবে হাসির খোড়াক হলেন তিনি? ঘটনা হল, রানিং বিটুইন দ্য উইকেটসের সময় বিরাট এবং পূজারার মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট চোখে পড়ল৷ এক ওভারে দু’বার রান নিতে গিয়ে তাল কাটল পূজারার৷ একবার পিচের উপর ব্যাটই পড়েই গেল তাঁর৷ কোনওক্রমে ডাইভ দিয়ে ক্রিজে ছুঁলেন তিনি৷ বিরক্ত দেখাল ক্যাপ্টেন কোহলিকেও৷ আর এই কীর্তি দেখে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেন এবং মাইক আথারটন হেসে ফেলেন৷ বলেন, “ওঁরা কি এর আগে একসঙ্গে ব্যাট করেনি?” গোটা বিষয়টিকে যদিও হালকা করার চেষ্টা করেন সুনীল গাভাসকর৷ তবে প্রাক্তনদের ঠাট্টার জবাব যেন ব্যাটেই দিয়ে দিলেন পূজারা৷ হুক আর রিভার্স সুইপে ব্রড, আনসারিদের কুপকাত করলেন তিনি৷ টেস্টে দশম শতরান করে অ্যান্ডারসনের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফিরলেন৷

আর অন্যজনের প্রশংসা তো যত করা হয়, কমই মনে হয়৷ একটা করে ম্যাচ আসে৷ আর একটা করে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি৷ ভক্তদের প্রত্যাশাকে কখন যে টপকে যান, নিজেও জানতে পারেন না৷ তিনি ভারতীয় ক্রিকেটের নয়নের মণি৷ হারতে বসা প্রথম টেস্টে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন৷ আর এবার বিনামূল্যে ম্যাচ দেখতে আশা ক্রিকেটপ্রেমীদের ছবির মতো সাজানো একটা ইনিংস উপহার দিলেন৷ তিনি বিরাট কোহলি৷ যিনি বদলার সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেও ঠান্ডা মাথায় নিজের ৫০তম টেস্টে ১৪তম শতরানটি করে ফেলতে পারেন৷ এককালে সেঞ্চুরি হাঁকিয়ে যিনি হেলমেট খুলে লাফিয়ে আসতেন সতীর্থকে জড়িয়ে ধরতে, তিনি এখন শান্ত, পরিণত৷ দিনের শেষে ১৫১ রানে অপরাজিত থেকেও তিনি অবিচল৷ যাঁর লক্ষ্য একটাই, দলের জয়৷ আর ১২৫ কোটি দেশবাসীও জানে, তাঁকে ভরসা করে হতাশ হতে হয় না৷

পূজারা ও কোহলি ছাড়া অবশ্য মুরলী বিজয় (২০), রাহানে (২৩) এবং চোট সারিয়ে দলে ফেরা লোকেশ রাহুল (০) কিছুই করতে পারলেন না৷ ইংল্যান্ড দলের আসল ভরসা সেই জিমিই তিনটি উইকেট পকেটে পোরেন৷

The post কোহলি-পূজারার জোড়া সেঞ্চুরিতে ভর করে চালকের আসনে ভারতf appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement