সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ ভবনে সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'অসম্মান' করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি সমাজমাধ্যমে সংবিধান দিবসের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে আরও অভিযোগ করেছেন, জাতীয় সঙ্গীত চলাকালীনও অস্থির ছিলেন রাহুল।
মঙ্গলবার, ২৬ নভেম্বর ছিল সংবিধান দিবস। এই উপলক্ষে সংসদ ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভা ও রাজ্যসভার স্পিকার, কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং একাধিক বিরোধী দলনেতা। সেখানেই মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। জাতীয় সঙ্গীতের ভিডিওটি ছাড়াও আরও একটি ভিডিও পোস্ট করে মালব্য অভিযোগ করেছেন, "কংগ্রেস চিরকাল অসম্মান করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। যেহেতু তিনি আদিবাসী মহিলা হওয়া সত্ত্বেও সর্বোচ্চ পদে বসেছেন। রাহুল গান্ধী এবং ওঁর পরিবার SC, ST এবং OBC-দের ঘৃণা করে। এটা স্পষ্ট হয়ে গেল।"
মালব্যর পোস্ট করা ভিডিও নিয়ে অনলাইনে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই বিজেপি নেতার বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন। কেউ কেউ বলছেন, মহারাষ্ট্রে হারের ফলে মাথার ঠিক নেই রাহুলের। যদিও কংগ্রেস এবং রাহুলের সমর্থকরা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত মুখ খোলেনি কংগ্রেস কিংবা স্বয়ং রাহুল গান্ধী।