shono
Advertisement

Breaking News

ইংল্যান্ডের রানের পাহাড় চিন্তা বাড়াল বিরাটদের

চলতি সিরিজে পঞ্চম টেস্টের আগে শুধুমাত্র প্রথম টেস্টেই এত বড় রানে পৌঁছেছিল ইংল্যান্ড৷ The post ইংল্যান্ডের রানের পাহাড় চিন্তা বাড়াল বিরাটদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:40 AM Dec 18, 2016Updated: 07:10 PM Dec 17, 2016

ইংল্যান্ড: ৪৭৭ (আলি-১৪৬)

Advertisement

ভারত: ৬০/০

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ টেস্ট নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে৷ সেই জন্যই কি ভারতীয় শিবিরে খানিকটা ঢিলেমি চোখে পড়ছে? চিপকে দ্বিতীয় দিনের পর এই প্রশ্নটা উঠেই গেল৷ কারণ যেভাবে ইংল্যান্ড ব্যাট চালিয়ে খেলল, তাতে বিরাট কোহলির মাথায় বড়সড় চিন্তার ভাঁজ পড়তেই পারে৷

এদিন মঈন আলিকে প্যাভিলিয়নে ফেরাতে বেশ কসরত করতে হল উমেশ যাদবদের৷ ১৪৬ রানের দুরন্ত ইনিংস খেলে জাদেজার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷ মঈনকে ফিরিয়েও অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন না অশ্বিনরা৷ কারণ তখনও টেল-এন্ডারদের ঝলসে ওঠা বাকি ছিল৷ ৬৬ রানে অপরাজিত থাকলেন ডসন৷ ৬০ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে লড়াইয়ের মশলা মজুত করে দিয়ে আউট হলেন ব্রিটিশ স্পিনার আদিল রশিদ৷ চিপকের উইকেটে দু’টি করে উইকেট তুলে নিলেন দুই ভারতীয় পেসার যাদব এবং ইশান্ত শর্মা৷ রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য মন্দ হল না টিম ইন্ডিয়ার৷ দিনের শেষে দুই ওপেনার লোকেশ রাহুল ৩০ এবং পার্থিব প্যাটেল ২৮ রান করে ক্রিজে রইলেন৷

চলতি সিরিজে পঞ্চম টেস্টের আগে শুধুমাত্র প্রথম টেস্টেই এত বড় রানে পৌঁছেছিল ইংল্যান্ড৷ অমীমাংসিতভাবে শেষ হয় সেই ম্যাচ৷ সম্মানরক্ষার লড়াইয়ে যে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে তৈরি কুকবাহিনী, তা স্কোরবোর্ডই স্পষ্ট করে দিচ্ছে৷ তাই ইংল্যান্ডকে ব্রাউনওয়াশ করার চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠেছে ভারতের কাছে৷ তবে ক্যাপ্টেন কোহলি তো বরাবরই চ্যাঞ্জেল নিতে ভালবাসেন৷ তৃতীয় দিন ব্যাট হাতে তাঁর ম্যাজিক দেখতেই তাই মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা৷ ভারদায় বিপর্যস্ত চেন্নাইয়ে কি স্বস্তি ফেরাতে পারবে বিরাটের ব্যাট? এখন সেটাই দেখার৷

The post ইংল্যান্ডের রানের পাহাড় চিন্তা বাড়াল বিরাটদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement