shono
Advertisement

ইংল্যান্ডের দাপুটে ব্যাটিংয়ে স্বস্তিতে নেই বিরাটরা

এবারও তাঁরা যেভাবে শুরু করলেন, তাতে ফের অস্বস্তি বাড়ল বিরাটবাহিনীর৷ The post ইংল্যান্ডের দাপুটে ব্যাটিংয়ে স্বস্তিতে নেই বিরাটরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 AM Nov 13, 2016Updated: 09:25 PM Nov 12, 2016

ইংল্যান্ড: ৫৩৭ ও ১১৪/০

Advertisement

ভারত: ৪৮৮

১৬৩ রানে এগিয়ে ইংল্যান্ড

চতুর্থ দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের তৈরি করা রানের পাহাড়ের জবাবে ভারতের ভিতটা শক্ত করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা এবং মুরলী বিজয়৷ তাঁদের জোড়া সেঞ্চুরিতে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরেছিল৷ তারপরের কাজটা ছিল বিরাট কোহলিদের৷ কিন্তু তিনি যেভাবে ফিরলেন, তার জন্য যেন নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলেন না৷ আদিল রসিদের বলে ব্যাকফুটে পুল করতে গিয়ে হিট উইকেট করলেন৷ তিনি ফিরে গেলে হাল ধরেন অশ্বিন৷ ৭০ রানের মূল্যবান ইনিংস খেলে আউট হলেন৷

এদিন চারটি উইকেট তুলে নিয়ে টেল-এন্ডারদের টিকতে দিলেন না রসিদ৷ দু’টি করে উইকেট পান আনসারি এবং মঈন আলি৷ ৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামেন অ্যালেস্টার কুকরা৷

এবারও তাঁরা যেভাবে শুরু করলেন, তাতে ফের অস্বস্তি বাড়ল বিরাটবাহিনীর৷ প্রথম ইনিংসে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি ইংল্যান্ডের দুই ওপেনার৷ দ্বিতীয় ইনিংসে সেই ঘাটতি সুদে আসলে উসুল করতেই যেন খেলছেন তাঁরা৷ দিনের শেষে কুক ৪৬ এবং হামিদ ৬২ রানে অপরাজিত থাকলেন৷ একটিও উইকেট ফেলতে পারলেন না যাদব, শামিরা৷ ঘরের মাটিতে কুকদের মুখোমুখি হয়ে ভারতীয় পেসার ও স্পিনারদের যে এমন হাবুডুবু খেতে হবে, তা অনেকেই ভাবেননি৷ হাতে আর একটা দিন৷ হিসেব বলছে, আরও কিছুটা ব্যবধান বাড়িয়ে পঞ্চম দিনে বিরাটদের ব্যাট করতে পাঠাবেন কুকরা৷ টিম ইন্ডিয়ার প্রাথমিক কাজ হবে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকা৷ তাহলে অন্তত প্রথম টেস্টে ড্র করে মুখরক্ষা করা যাবে৷ আর পূজারা, বিজয়রা কোনও মিরাকল করে জয়ের রান তুলে ফেলতে পারলে তো কেল্লাফতে৷

The post ইংল্যান্ডের দাপুটে ব্যাটিংয়ে স্বস্তিতে নেই বিরাটরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement