সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরেন্দ্র শেহবাগ থেকে আকাশ চোপড়া, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে হরভজন সিং, টিম ইন্ডিয়ার হতশ্রী প্রদর্শনে বিতশ্রদ্ধ সকলেই৷ রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবিতে সরগরম নেটদুনিয়াও৷ ভারতের ক্রিকেটপ্রেমীরা কতটা অসন্তুষ্ট, লর্ডসে হারের পর ইংল্যান্ডে বসেই তার আঁচ পাচ্ছেন বিরাট কোহলিরা৷ আর তাই এমন পরিস্থিতি সামলাতে অবশেষে আসরে নামলেন ভারত অধিনায়ক৷ সমর্থকদের প্রতিশ্রুতি দিলেন, ঘুরে দাঁড়াবেন৷ আর সকলকে পাশে থাকার অনুরোধ জানালেন৷
[কোচের পদ থেকে সরানো হোক শাস্ত্রীকে, লর্ডসে হারের পর সরগরম নেটদুনিয়া]
ইংল্যান্ডে পা রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে সফরের শুরুটা ভাল করেছিল বিরাটবাহিনী৷ কিন্তু তারপর থেকেই সময়টা ভাল যাচ্ছে না তাদের৷ ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজের দিকেই নজর ছিল ক্রিকেট মহলের৷ হাজার হোক আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বর দল৷ ইংল্যান্ডকে যে কড়া টক্কর দেবেন ধাওয়ান-অশ্বিনরা, তেমনটাই প্রত্যাশিত ছিল৷ কিন্তু কোথায় কী! এজবাস্টনের পর লর্ডসেও লজ্জাজনকভাবে হারল টিম ইন্ডিয়া৷ ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করার পর দল যে দেশবাসীর বিরাজভাজন হয়েছেন, তা ভালই বুঝতে পেরেছেন ক্যাপ্টেন কোহলি৷ সোশ্যাল মিডিয়ায়, সংবাদমাধ্যমে সমালোচনা চলছে৷ আর তাই এমন পরিস্থিতিতে সমর্থকদের শান্ত করার পথেই হাঁটলেন বিরাট৷ ইনস্টাগ্রামে দলের একটি ছবি পোস্ট করে সমর্থকদের উদ্দেশে নেতা লিখেছেন, “কখনও আমরা সফল হই আর কখনও শিক্ষা গ্রহণ করি৷ আপনারা কোনও সময়ই আমাদের উপর আস্থা হারাননি৷ প্রতিজ্ঞা করছি, আমরাও ভরসা হারাতে দেব না৷ কোনও পরিস্থিতিতেই৷” বিরাটের এমন আবেগপ্রবণ পোস্টে কতটা চিঁড়ে ভিজল, জানা নেই৷ তবে ট্রেন্ট ব্রিজেও কোনও অঘটন ঘটলে যে বড়সড় বিপাকে পড়তে হবে বিরাট অ্যান্ড কোংকে, তা আন্দাজ করা যেতেই পারে৷
এদিকে টিম ইন্ডিয়ার লজ্জাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক ও কোচের কাছে জবাবদিহি চেয়েছে ভারতীয় বোর্ড৷ প্রশ্ন উঠেছে নেতৃত্ব এবং কোচিং নিয়ে৷ তবে কোহলি থেকেও প্রাক্তন ক্রিকেটাররা বেশি ক্ষুব্ধ কোচের উপর৷ হরভজন সিং বলছেন, এবার কোচের মুখ খোলার সময় এসেছে৷ দলের এই হাল কেন হল, তার ব্যাখ্যা তাঁরই দেওয়ার কথা৷ কারণ টেস্ট সিরিজ হারলে শাস্ত্রীকে নিজের কথা ফিরিয়ে নিতে হবে৷
[‘অত্যন্ত খারাপ’ পারফরম্যান্স, বিরাটদের সমালোচনায় সরব শেহওয়াগ]
আসলে ইংল্যান্ড সফরে পাড়ি দেওয়ার আগে কোচ বেশ গর্বের সঙ্গে জানিয়েছিলেন, তাঁরা কোনও প্রতিপক্ষকেই ভয় পান না৷ সফরকারী দল হিসেবেও সফল হবে ভারত৷ শাস্ত্রী বলেছিলেন, “আমাদের কাছে অ্যাওয়ে ম্যাচ বলে কিছু নেই৷ কারণ আমরা কোনও দলের বিরুদ্ধে খেলি না, উইকেটের বিরুদ্ধে খেলি৷ পিচটা বুঝলেই হল৷ আমাদের ভাল বোলার রয়েছে৷ তাই পরিবেশ নিয়ে একেবারেই চিন্তিত নই৷” আর লর্ডসে হারের পর এই কথাটাই যেন কাঁটার মতো বিঁধছে ভাজ্জির কানে৷ বিদেশের পরিবেশকে এত হালকাভাবে নেওয়ারই খেসারত দিতে হচ্ছে ভারতকে৷ মত ভারতীয় স্পিনারের৷ শাস্ত্রী এও বলেছিলেন, “ড্র করার লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি না৷ আগ্রাসনের সঙ্গে পারফর্ম করবে দল৷” সফরে যাওয়ার আগের আত্মবিশ্বাসী কোচকে এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ তাই প্রশ্ন উঠছে, ইংল্যান্ড টেস্টই কি দলে শাস্ত্রীর ভবিষ্যত ঠিক করে দেবে?
The post লজ্জার হারের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগপ্রবণ বার্তা বিরাটের appeared first on Sangbad Pratidin.