shono
Advertisement

Breaking News

লজ্জার হারের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগপ্রবণ বার্তা বিরাটের

ভারতের হারের জন্য শাস্ত্রীকে একহাত নিলেন হরভজন৷ The post লজ্জার হারের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগপ্রবণ বার্তা বিরাটের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Aug 14, 2018Updated: 04:12 PM Aug 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরেন্দ্র শেহবাগ থেকে আকাশ চোপড়া, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে হরভজন সিং, টিম ইন্ডিয়ার হতশ্রী প্রদর্শনে বিতশ্রদ্ধ সকলেই৷ রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবিতে সরগরম নেটদুনিয়াও৷ ভারতের ক্রিকেটপ্রেমীরা কতটা অসন্তুষ্ট, লর্ডসে হারের পর ইংল্যান্ডে বসেই তার আঁচ পাচ্ছেন বিরাট কোহলিরা৷ আর তাই এমন পরিস্থিতি সামলাতে অবশেষে আসরে নামলেন ভারত অধিনায়ক৷ সমর্থকদের প্রতিশ্রুতি দিলেন, ঘুরে দাঁড়াবেন৷ আর সকলকে পাশে থাকার অনুরোধ জানালেন৷

Advertisement

[কোচের পদ থেকে সরানো হোক শাস্ত্রীকে, লর্ডসে হারের পর সরগরম নেটদুনিয়া]

ইংল্যান্ডে পা রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে সফরের শুরুটা ভাল করেছিল বিরাটবাহিনী৷ কিন্তু তারপর থেকেই সময়টা ভাল যাচ্ছে না তাদের৷ ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজের দিকেই নজর ছিল ক্রিকেট মহলের৷ হাজার হোক আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বর দল৷ ইংল্যান্ডকে যে কড়া টক্কর দেবেন ধাওয়ান-অশ্বিনরা, তেমনটাই প্রত্যাশিত ছিল৷ কিন্তু কোথায় কী! এজবাস্টনের পর লর্ডসেও লজ্জাজনকভাবে হারল টিম ইন্ডিয়া৷ ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করার পর দল যে দেশবাসীর বিরাজভাজন হয়েছেন, তা ভালই বুঝতে পেরেছেন ক্যাপ্টেন কোহলি৷ সোশ্যাল মিডিয়ায়, সংবাদমাধ্যমে সমালোচনা চলছে৷ আর তাই এমন পরিস্থিতিতে সমর্থকদের শান্ত করার পথেই হাঁটলেন বিরাট৷ ইনস্টাগ্রামে দলের একটি ছবি পোস্ট করে সমর্থকদের উদ্দেশে নেতা লিখেছেন, “কখনও আমরা সফল হই আর কখনও শিক্ষা গ্রহণ করি৷ আপনারা কোনও সময়ই আমাদের উপর আস্থা হারাননি৷ প্রতিজ্ঞা করছি, আমরাও ভরসা হারাতে দেব না৷ কোনও পরিস্থিতিতেই৷” বিরাটের এমন আবেগপ্রবণ পোস্টে কতটা চিঁড়ে ভিজল, জানা নেই৷ তবে ট্রেন্ট ব্রিজেও কোনও অঘটন ঘটলে যে বড়সড় বিপাকে পড়তে হবে বিরাট অ্যান্ড কোংকে, তা আন্দাজ করা যেতেই পারে৷

 

এদিকে টিম ইন্ডিয়ার লজ্জাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক ও কোচের কাছে জবাবদিহি চেয়েছে ভারতীয় বোর্ড৷ প্রশ্ন উঠেছে নেতৃত্ব এবং কোচিং নিয়ে৷ তবে কোহলি থেকেও প্রাক্তন ক্রিকেটাররা বেশি ক্ষুব্ধ কোচের উপর৷ হরভজন সিং বলছেন, এবার কোচের মুখ খোলার সময় এসেছে৷ দলের এই হাল কেন হল, তার ব্যাখ্যা তাঁরই দেওয়ার কথা৷ কারণ টেস্ট সিরিজ হারলে শাস্ত্রীকে নিজের কথা ফিরিয়ে নিতে হবে৷

[‘অত্যন্ত খারাপ’ পারফরম্যান্স, বিরাটদের সমালোচনায় সরব শেহওয়াগ]

আসলে ইংল্যান্ড সফরে পাড়ি দেওয়ার আগে কোচ বেশ গর্বের সঙ্গে জানিয়েছিলেন, তাঁরা কোনও প্রতিপক্ষকেই ভয় পান না৷ সফরকারী দল হিসেবেও সফল হবে ভারত৷ শাস্ত্রী বলেছিলেন, “আমাদের কাছে অ্যাওয়ে ম্যাচ বলে কিছু নেই৷ কারণ আমরা কোনও দলের বিরুদ্ধে খেলি না,  উইকেটের  বিরুদ্ধে খেলি৷ পিচটা বুঝলেই হল৷ আমাদের ভাল বোলার রয়েছে৷ তাই পরিবেশ নিয়ে একেবারেই চিন্তিত নই৷” আর লর্ডসে হারের পর এই কথাটাই যেন কাঁটার মতো বিঁধছে ভাজ্জির কানে৷ বিদেশের পরিবেশকে এত হালকাভাবে নেওয়ারই খেসারত দিতে হচ্ছে ভারতকে৷ মত ভারতীয় স্পিনারের৷ শাস্ত্রী এও বলেছিলেন, “ড্র করার লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি না৷ আগ্রাসনের সঙ্গে পারফর্ম করবে দল৷” সফরে যাওয়ার আগের আত্মবিশ্বাসী কোচকে এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ তাই প্রশ্ন উঠছে, ইংল্যান্ড টেস্টই কি দলে শাস্ত্রীর ভবিষ্যত ঠিক করে দেবে?

The post লজ্জার হারের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগপ্রবণ বার্তা বিরাটের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement