সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচের মধ্যে এ যেন একটুকরো বিশ্বকাপ৷ এক মুহূর্তের জন্য সমর্থকদের মনে হতেই পারে ট্রেন্ট ব্রিজে নয় তাঁরা বসে আছেন মস্কো বা কাজানে৷ ভারত-ইংল্যান্ড নয় মাঠে ফুটবল খেলছে ব্রাজিল৷ আসলে বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার বয় নেইমারের প্লে-অ্যাক্টিং এখন রীতিমতো নেটদুনিয়ার খোরাক৷ ট্রেন্টব্রিজে প্রথম একদিনের ম্যাচে খানিকটা একই ধাঁচে লুটিয়ে পড়লেন চাহাল৷ আর তাতেই নেটদুনিয়ায় উঠল হাসির রোল৷
[কুলদীপ-রোহিত যুগলবন্দিতে ধরাশায়ী ইংল্যান্ড, সিরিজ শুরুতেই জাত চেনাল ভারত]
আসলে ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের ইনিংসে৷ ইংল্যান্ড তখন দু’টি উইকেট খুঁইয়ে রীতিমতো বিপাকে৷ বেন স্টোকসের সামনে বল করছিলেন চাহাল৷ স্টোকস মিড উইকেটের দিকে একটি বল ঠেলে দিয়ে রান নিতে দৌঁড়ান৷ দ্রুত ফিল্ডিং করে বল বোলিং এন্ডে চাহালের কাছে ফেরত পাঠান হার্দিক পাণ্ডিয়া৷ দুর্ভাগ্যবশত বলটি গিয়ে লাগে ভারতীয় দলের লেগস্পিনারের হাঁটুতে৷ ব্যস! আর যাবেন কোথায়, হঠাৎই উইকেটের পিছনে এমন করে পড়ে গেলেন চাহাল যেন কেউ তাঁকে জোরে ধাক্কা দিয়েছেন৷ তারপরই হাঁটু ধরে শুরু করলেন গড়াগড়ি দেওয়া৷ ঠিক যেমন মেক্সিকো ম্যাচে অল্প আঘাতেই গড়াগড়ি দিয়েছিলেন ব্রাজিল-তারকা নেইমার৷ দূর থেকে ছুটে আসা বলটি হাঁটুতে লাগায় হয়তো আঘাত পেয়েছিলেন চাহাল৷ কিন্তু তাই বলে যে রিঅ্যাকশন তিনি দিলেন তাঁর আঘাত যে ততটা গুরুতর ছিল না তা বোঝা গেল একটু পরেই রীতিমতো সাবলীলভাবেই বোলিং করলেন তিনি৷ স্বাভাবিকভাবেই চাহালের এই কীর্তিতে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷ তাঁকে নিয়ে নানারকমের বিদ্রুপ ফেদে ফেলেছেন নেটিজেনরা৷ সেই তালিকায় যোগ হয়েছে অস্ট্রেলিয়ার বিগ-হিটার ম্যাক্সওয়েলের নামও৷ একটি ছবি পোস্ট করে তিনিও বিদ্রুপ করে নেইমারের সঙ্গে তুলনা করেছেন চাহালের৷
[অ্যাথলেটিক্সে ইতিহাস, প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা হিমা দাসের]
অনেকে বলছেন, বিশ্বকাপ থেকে ব্রাজিল অনেক আগে বিদায় নিলেও নেইমারের হ্যাংওভার এখনও কাটেনি৷ আর সেকারণেই হয়তো এখনও নেটদুনিয়ায় নেইমারকে নিয়ে মিম ছেয়ে রয়েছে৷ কিন্তু ক্রিকেট মাঠেও যে এভাবে তাঁর প্রতিফলন দেখা যাবে, তা হয়তো সমর্থকরাও ভাবেননি৷
The post নেইমারের মতোই লুটিয়ে পড়লেন চাহাল, নেটদুনিয়ায় হাসির ফোয়ারা appeared first on Sangbad Pratidin.