shono
Advertisement

বৃষ্টির জন্য বাতিল নেদারল্যান্ডস ম্যাচও, বিশ্বকাপের প্রস্তুতির সুযোগই পেল না ভারত

ভারতের দুটি প্রস্তুতি ম্যাচই বাতিল হয়ে গেল।
Posted: 04:23 PM Oct 03, 2023Updated: 04:56 PM Oct 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটির বর্ষাপাড়ায় যে বর্ষা ভারতকে তাড়া করা শুরু করেছিল, সেই বর্ষা তিরুঅনন্তপুরমেও পিছু ছাড়ল না ভারতের। বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল নেদারল্যান্ডস-ভারত প্রস্তুতি ম্যাচও। যার ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতির ন্যূনতম সুযোগটুকুও পেলেন না রোহিত শর্মারা।

Advertisement

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচটি ছিল গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু ৩০ সেপ্টেম্বর সেই ম্যাচে বৃষ্টির জন্য একটি বলও খেলা হয়নি। আশা ছিল মঙ্গলবার অন্তত নেদারল্যান্ডসের বিরুদ্ধে কমবেশি অনুশীলন পাবেন রোহিতরা (Rohit Sharma)। কিন্তু সেটুকুও হল না। এদিন তিরুঅনন্তপুরমেও মাঠে নামার সুযোগ পেলেন না টিম ইন্ডিয়ার (Team India) তারকারা। যার ফলে বিশ্বকাপে নামার আগে সরকারিভাবে প্রস্তুতির কোনও সুযোগ পেলেন না রোহিতরা। সোজা ৮ অক্টোবর অজিদের বিরুদ্ধে নামতে হবে টিম ইন্ডিয়াকে।

[আরও পড়ুন: রাজ্যের এক কোটি জব কার্ডই ভুয়ো! দিল্লিতে বসে পালটা দাবি শুভেন্দুর]

যদিও বিশ্বকাপের আগে সরকারিভাবে প্রস্তুতির সুযোগ না পেলেও বিশেষ চিন্তিত হবে না ভারতের টিম ম্যানেজমেন্ট। কারণ বিশ্বকাপে (Cricket World Cup) নামার আগে এশিয়া কাপে ভালমতো নিজেদের ঝালিয়ে নিতে পেরেছেন বিরাট কোহলি, কে এল রাহুলরা। আবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ৩ ম্যাচের সিরিজ ভারত খেলেছে, সেটাতেও ভালমতো প্রস্তুতির সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনরা। সার্বিকভাবে বিশ্বকাপে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার সব তারকাই কমবেশি ফর্মে।

[আরও পড়ুন: দশভুজার আরাধনায় মেয়েরাই, শান্তির বার্তা দিতে রানাঘাটে মণ্ডপসজ্জায় ১৫ নারী]

সেদিক থেকে দেখতে গেলে এই প্রস্তুতি ম্যাচগুলোকে ভারতের জন্য অনেকটা বাড়তি বোঝা বলেই মনে হচ্ছিল। বিশেষ করে যেভাবে দুই ভেন্যুতেই টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে খেলতে হলে ক্রিকেটারদের চোট পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ম্যাচ বাতিল হওয়ায় সেই সম্ভাবনা রইল না। বরং ভারত অনেকটা তরতাজা হয়েই নামতে পারবে বিশ্বকাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement