shono
Advertisement

Breaking News

ক্যাচ মিসের ছড়াছড়ি, শেষ ওয়ানডেতে খারাপ ফিল্ডিংয়ের জেরেই চাপে ভারত

অনবদ্য রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ। The post ক্যাচ মিসের ছড়াছড়ি, শেষ ওয়ানডেতে খারাপ ফিল্ডিংয়ের জেরেই চাপে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 05:47 PM Dec 22, 2019Updated: 05:52 PM Dec 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই ম্যাচে তিনটি নিশ্চিত ক্যাচ মিস! ফের ফসকে যাওয়া সুযোগগুলিই ভোগালো ভারতকে। নাহলে, একটা সময় যে ক্যারিবিয়ানদের দেখে মনে হচ্ছিল আড়াইশোর গণ্ডি পেরতে পারবে না। তাঁরাই কিনা শেষপর্যন্ত পৌঁছে গেল ৩১৫ রানে। আর এর অন্যতম কারণ ক্যাচ মিস।

Advertisement


ক্রিকেটীয় ভাষায় বলা হয়, ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। কিন্তু, ভারতীয় ক্রিকেটাররা হয়তো সেই আপ্তবাক্যটিকে রপ্ত করতে পারেননি। নাহলে, প্রত্যেক ম্যাচে এত ভুল হয় কীভাবে? ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে ভারত। প্রত্যেক ম্যাচেই অন্তত একটি করে হলেও ক্যাচ মিস করেছেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার কটকেও তার ব্যতিক্রম হল না।

[আরও পড়ুন: নিলামে কেনার পরই আইপিএলে অনিশ্চিত ক্রিকেটার! চিন্তায় কেকেআর শিবির ]


গোটা ম্যাচে অন্তত ৩টি নিশ্চিত সুযোগ মিস করলেন ভারতীয় ফিল্ডাররা। ক্যাচ মিসের তালিকায় সবার আগে নাম উঠবে ঋষভ পন্থের। ম্যাচের ২৫ তম ওভারে উইকেটের পিছনে নিশ্চিত ক্যাচ মিস করলেন পন্থ। তাও আবার বিপজ্জনক সিমরন হেটমেয়ারের। তখন তিনি মাত্র ৯ রানে ব্যাট করছিলেন। পন্থের এই মিসের আগেই অবশ্য, একটি কঠিন সুযোগ মিস করেন জাদেজা। এভিন লুইসের একটি শট পয়েন্ট দাঁড়িয়ে তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। জাদেজার মতো ফিল্ডারের কাছে যা একেবারেই প্রত্যাশিত নয়। এরপর আবারও আসরে নামেন পন্থ। রস্টন চেজের একটি ক্যাচ ফসকে যায় তাঁর হাত থেকে। এই তিনটি ক্যাচ মিস না করলে, হয়তো প্রথম ইনিংসে আরও আগেই আটকে যেত ওয়েস্ট ইন্ডিজ।

[আরও পড়ুন: এবার মাঠের বাইরেও রেকর্ড, অক্ষয়-সলমনকে হারিয়ে সেলিব্রিটি তালিকার শীর্ষে কোহলি]

ভারতের ক্যাচ মিসের জেরেই হোক, আর স্লগ ওভারের ব্যর্থতার জেরেই হোক। শেষপর্যন্ত ৩১৫ রান তুলে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পুরান। এদিন অনবদ্য রেকর্ডের মালিক হয়েছেন সাই হোপ। দ্রুততম ক্যারিবিয়ান ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান তিনি। মাত্র ৬৭ ইনিংসে ৩ হাজার রানের মালিক হলেন তিনি। তিনি হারালেন ভিভ রিচার্ডস (৬৯), গর্ডন গ্রিনিজ (৭২), ব্রায়ান লারা (79) এবং ক্রিস গেইলকে (৮০)।

The post ক্যাচ মিসের ছড়াছড়ি, শেষ ওয়ানডেতে খারাপ ফিল্ডিংয়ের জেরেই চাপে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement