ওয়েস্ট ইন্ডিজ: ১৫৯-৫ (কিং ৪২, পাওয়েল ৪০, কুলদীপ ৩-২৮)
ভারত: ১৬৪-৩ I(সূর্যকুমার ৮৩, তিলক ভার্মা ৪৯)
ভারত ৭ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নিজের প্রিয় ফরম্যাটে চেনা ছন্দে সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। যে ব্যাটিংটার জন্য তাঁর বিশ্বজোড়া খ্যাতি, যে ব্যাটিং তাঁকে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র ‘খেতাব’ এনে দিয়েছে, গোটা ক্যারিবিয়ান সফরে তাঁর বিন্দুমাত্র ঝলক দেখা যায়নি। কিন্তু মোক্ষম সময়ে নিজের সেরাটা বার করে আনলেন তিনি। সূর্যর মারকুটে ৮৩ আর তরুণ তিলক ভার্মার বুদ্ধিদীপ্ত ৪৯ রানের ইনিংস তৃতীয় টি-২০তে জয় এনে দিল ভারতকে।
গায়ানাতে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ক্যারিবিয়ানরা। প্রথম উইকেটেই তারা তোলে ৫৫ রান। ২৫ রান করে আউট হন মেয়ার্স। তখনও রানের গতি ঠিকই ছিল। কিন্তু ভারতের ‘কুল-চা’ জুটি একসঙ্গে বল করা শুরু করতেই মাঝের ওভারগুলিতে স্লো হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। একে একে পড়তে থাকে উইকেটও। ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেটের পতন ৭৫ রানে। তৃতীয় উইকেট পড়ে ১০৫ রানে। ততক্ষণে ১৫ তম ওভার চলছে। ওই ওভারেই ব্যক্তিগত ৪২ রানে কিংকে ফেরান কুলদীপ (Kuldeep Yadav)। ভারতের ‘চায়ানম্যানে’র ওই ওভারেই ম্যাচের মোড় অনেকটা ঘুরে যায়। শেষদিকে অধিনায়ক পাওয়েল ১৯ বলে ৪০ রান না করলে ওয়েস্ট ইন্ডিজ ১৫৯ রানেও পৌঁছাতে পারত না।
[আরও পড়ুন: উচ্ছেদের নোটিসে স্থগিতাদেশ, জমি বিতর্কে সিউড়ি আদালতের নির্দেশে সাময়িক স্বস্তিতে অমর্ত্য সেন]
তবে চলতি সিরিজের প্রথম দু’ম্যাচেই দেখা গিয়েছে ভারত দেড়শো তুলতে হিমশিম খাচ্ছে। রান তাড়া করতে নেমে শুরুটা যেভাবে হয়েছিল, তাতে এদিনও সেই আশঙ্কা দানা বাঁধছিল ভারতীয় সমর্থকদের মনে। এদিন অভিষেক ম্যাচে নেমে যশস্বী জয়সওয়াল মাত্র ১ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার শুভমান গিল এদিনও ব্যর্থ। তাঁর সংগ্রহ ১১ বলে মাত্র ৫। বিশ্বকাপের (ICC Cricket World Cup) আগে গিলের ফর্ম চিন্তায় রাখবে ভারতকে। তবে দুই উইকেটের পতনের পরই নিজের তেজ দেখানো শুরু করেন সূর্য। চোখের পলকে একটি ঝকঝক সুন্দর ইনিংস খেলে ফেলেন তিনি। মাত্র ৪৪ বলে ৮৩ রানের এই ঝোড়ো ইনিংস ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। কাজ যেটুকু বাকি ছিল অধিনায়ক হার্দিককে সঙ্গে নিয়ে সেটা শেষ করেন তরুণ তিলক ভার্মা (Tilak Verma)। তাঁর সংগ্রহ ৪৯। শেষপর্যন্ত ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া (Team India)।
[আরও পড়ুন: সংসদ টিভিতে মোদি সরকারের প্রচার! অনাস্থা প্রস্তাবের মাঝেই উত্তাল লোকসভা]
৭ উইকেটের এই দাপুটে জয়ের সুবাদে সিরিজে আপাতত ভেসে রইল হার্দিক পাণ্ডিয়ার ভারত। ৫ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ২-১ ম্যাচের ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দু’টি টি-২০ ম্যাচের শেষে যে গেল গেল রব উঠেছিল, সেই রব এদিন অনেকটাই শান্ত করতে পারল তরুণ ভারতীয় দল।