shono
Advertisement

নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পাচ্ছেন তরুণরা, অভিষেক হতে পারে চাহারের

নয়া রেকর্ডের সামনে ধাওয়ান। The post নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পাচ্ছেন তরুণরা, অভিষেক হতে পারে চাহারের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Aug 06, 2019Updated: 03:34 PM Aug 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিদের পক্ষে সিরিজ ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তাতেও মঙ্গলবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের তাৎপর্য থাকছে। এমনিতে কার্লোস ব্রেথওয়েটদের বিরুদ্ধে ২-০ এগিয়ে থাকায় ভারতের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সামনে হোয়াইটওয়াশের লজ্জারোধের একটা ব্যাপার রয়েছে। তা ছাড়াও চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টো ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার পর মঙ্গলবারই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিরাট কোহলির ভারত প্রথমবার খেলতে নামছে।

Advertisement

[আরও পড়ুন: লাল বলকে আলবিদা, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন স্টেইন]

মঙ্গলবারের ম্যাচের ভেন্যু প্রভিডেন্স স্টেডিয়াম হল গায়নায়। যার আগের নাম ছিল গায়না ন্যাশনাল স্টেডিয়াম। বৃহস্পতিবার প্রভিডেন্সেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের উদ্বোধনও ঘটবে। তাৎপর্যের হল, কোহলি ২০১১ থেকে এই নিয়ে পাঁচবার ভারতের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজে খেললেও মঙ্গলবারই প্রথমবার গায়নায় খেলবেন। যার আগে তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ক্যারিবিয়ানে ২১টা আম্তর্জাতিক ম্যাচ খেললেও কোহলির কখনও কানহাই-লয়েড-কালীচরণ-হুপার-সারওয়ান-চন্দ্রপলের দেশের মাঠে খেলার সৌভাগ্য ঘটেনি। যা মঙ্গলবারই ঘটবে।

[আরও পড়ুন: মনোযোগ দিয়ে বুট পালিশ করছেন মাহি, ধন্য ধন্য করছে নেটদুনিয়া]

এরকম একটা আবহে কোহলি অবশ্য বিরাটোচিত বাস্তবতাতেই আছেন। আগেই সিরিজ জিতে ফেলায় স্বাভাবিকভাবেই ভারত অধিনায়ক মঙ্গলবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রাক্কালে যত বেশি সম্ভব প্লেয়িং টিমে পরীক্ষা-নিরীক্ষা করতে চান। “প্রতিটা ম্যাচ জেতাই হল আমাদের কাছে সবচেয়ে বড় লক্ষ্য। সেটাই আমাদের দলের অগ্রাধিকার তালিকায় সবার আগে। তবে দ্বিতীয় ম্যাচেই এই সিরিজ আমরা জিতে ফেলায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্কোয়াডের নতুন কয়েকজনকে খেলানোর সুযোগ রয়েছে। দেখা যাক মঙ্গলবারের ম্যাচে ক’জন নতুন মুখকে খেলাতে পারি।” বলেছেন কোহলি।


ভারতীয় শিবির সূত্রের খবর, এদিন একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে দুই চাহারকে। ভুবনেশ্বর কুমারের জায়গায় দীপক চাহার এবং রবীন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন রাহুল চাহার। এটাই হবে আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল চাহারের অভিষেক। এদিকে, টি-২০ তে এক বিরল রেকর্ডের সামনে ধাওয়ান। আর মাত্র ৪৭ রান করলেই টি-২০ ক্রিকেটে ৭ হাজার রানের মালিক হবেন তিনি। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এই রেকর্ড রয়েছে মাত্র ৩ জন ভারতীয় ব্যাটসম্যানের। তাঁরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সুরেশ রায়না।

The post নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পাচ্ছেন তরুণরা, অভিষেক হতে পারে চাহারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement