সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচশো টেস্ট ক্রিকেট খেলার মাইলস্টোন। টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান। নিউজিল্যান্ডকে ব্রাউন ওয়াশ করে একের পর এক সাফল্যের নতুন নতুন ধাপে চড়েছে বিরাট কোহলির ভারত। এবারে পালা ধোনির টিম ইন্ডিয়ার। হিমালয়ের কোলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁতে চলেছে ক্যাপ্টেন কুলের টিম। রবিবার ধরমশালার স্টেডিয়ামে ৯০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত।
রেকর্ড ও ঐতিহ্যের মাঝে দাড়িয়ে একদিনের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। অশ্বিন, জাডেজা, সামি, ধাওয়ান, রাহুল, রায়নাদের বাদ দিয়েই এই নতুন চ্যালেঞ্জে পাশ করতে হবে মাহির ইয়ং ব্রিগেডকে। এদিকে ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায় দেশের আমেজই ফিরে পাবেন কিউয়িরা।
তবে প্র্যাক্টিসে বেশ আত্মবিশ্বাসী ধোনি বিরাট জুটি। একদিনের ম্যাচের আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে ভারত নিউজিল্যান্ডের থেকে একধাপ পিছিয়ে থাকলেও ধরমশালাতে মাহি ব্রিগেডের উপরই বাজি ধরছেন বিশেষজ্ঞরা। কারণ অবশ্যই ৩-০তে বিরাটবাহিনীর সদ্য ব্রাউন ওয়াশ। বাকিটা নির্ভর করবে রস টেলর, টিম সাউদির পেসের বিরুদ্ধে বিরাট-রোহিত-রাহানেদের চওড়া ব্যাটের উপর।
The post হিমালয়ের কোলেই ভারতের ৯০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ appeared first on Sangbad Pratidin.