সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই বিশ্বের দীর্ঘতম সেতুর উদ্বোধন হয়েছে চিন থেকে হংকং পর্যন্ত৷ এবার ভারতেও শুরু হতে চলেছে দেশের দীর্ঘতম সেতুর নির্মাণকার্য৷ পূর্বদিকের দুই রাজ্য অসমের ধুবরি থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত তৈরি হবে সেতুটি৷ সংযুক্ত করবে ১৯.৩ কিলোমিটার পথকে৷ ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি হবে সেতুটি৷ ২০২৬-এর মধ্যে শেষ হবে সেতুটির নির্মাণ কাজ৷ এমনই জানা গিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রক সূত্রে৷
[উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের]
জানা গিয়েছে, সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে হাত লাগিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড৷ সূত্রের খবর, প্রকল্পটি নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল৷ প্রকল্পটির জন্য একটি বিনিয়োগকারী সংস্থার খোঁজ করছিল সরকার৷ বহু বিদেশি সংস্থার সঙ্গে কথা হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না৷ অবশেষে প্রকল্পটিতে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করে জাপানের একটি সংস্থা৷ নাম, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি৷ ভারত সরকারকে ঋণ হিসাবে সেতুটি নির্মাণের টাকার যোগান দেবে সংস্থাটি৷ শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে প্রকল্পটির৷ এই সেতুটি তৈরি হলে অসম ও মেঘালয়ের মধ্যেকার আড়াই ঘণ্টার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র কুড়ি মিনিটে৷ বর্তমানে দু’ভাবে অসম থেকে মেঘালয়ের উদ্দেশ্যে যাওয়া যায়৷ প্রথমক্ষেত্রে জলপথ মারফত যাওয়া যায়৷ আবার, একশো কিলোমিটার পথ অতিক্রম করা যায় নরনারায়ণ সেতুর মাধ্যমেও৷ কিন্তু এই ব্রিজটি তৈরি হলে দুই রাজ্যের মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷ ১৯.৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি হলে এটাই হবে ভারতের দীর্ঘতম সেতু৷
[গিনেস বুকে নাম তুলল অযোধ্যা দীপোৎসব]
এখনও পর্যন্ত ভারতের দীর্ঘতম সেতুটিও অসমেই অবস্থিত৷ ধোলা থেকে সোদিয়ার মধ্যেকার ৯.১৫ কিলোমিটার পথকে সংযুক্ত করেছে সেটি৷ যার ফলে অসমের রূপাই ও অরুণাচলের রোয়িংয়ের মধ্যেকার প্রায় পাঁচ ঘণ্টার পথ এখন মাত্র এক ঘণ্টায় অতিক্রম করা যাচ্ছে৷ অরুণাচল প্রদেশে রয়েছে ৬.২ কিলোমিটারের ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুটি৷ পাটনা থেকে হাজিপুর পর্যন্ত গঙ্গার উপরে নির্মিত ৫.৭৫ কিলোমিটার সেতুটি হল ভারতের তৃতীয় দীর্ঘতম সেতু৷
The post অসম ও মেঘালয়কে জুড়বে ভারতের দীর্ঘতম সেতু appeared first on Sangbad Pratidin.