shono
Advertisement
Uttar Pradesh

বিজেপি নেত্রীর ছেলের ১৩০টি পর্ন ভিডিও ভাইরাল! যোগীরাজ্যে হুলস্থুল

বিজেপি নেত্রী-শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তরুণীর।
Published By: Kishore GhoshPosted: 08:43 PM May 31, 2025Updated: 08:43 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ যোগী আদিত্যনাথের রাজ্যে কেচ্ছার অভিযোগে মুখ পুড়ল বিজেপির। উত্তরপ্রদেশের মৈনপুরীর এক বিজেপি নেত্রীর ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের ১৩০টি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। গেরুয়া শিবিরের মহিলা মোর্চার নেত্রীর পুত্রবধূ বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, বান্ধবীর সঙ্গে বিভিন্ন হোটেল গিয়ে অন্তরঙ্গ হতেন স্বামী। সেইসব মুহূর্তের ভিডিও তুলতেন। এরপর ওই ভিডিও তরুণীকে দেখিয়ে মানসিক অত্যচার চলত। পাশাপাশি শারীরিক অত্যাচারও করা হয়েছে বলে তাঁর অভিযোগ। বিজেপি নেত্রীর ছেলের বান্ধবী পালটা ভিডিও ফাঁস করায় মানহানির অভিযোগ এনেছেন। সুযোগ বুঝে বিজেপিকে খোঁচ দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

Advertisement

বিজেপি নেত্রীর পুত্রবধূর অভিযোগ, ২০২১ সালের নভেম্বরে বিয়ের পর থেকেই তাঁর উপর নির্যাতন শুরু হয়। স্বামীর পাশাপাশি শাশুড়িও মারধর করতেন। ইন্ধন দিতেন শ্বশুর। থানায় অভিযোগ করেও লাভ হয়নি। কারণ বিজেপি নেত্রীর রাজনৈতিক চাপে পুলিশ ব্যবস্থা নেয়নি। পণের টাকা চেয়ে মারধরের পাশাপাশি তাঁকে ঠিক মতো খেতে দেওয়া হত না বলেও অভিযোগ আনেন ওই তরুণী। এই আবহে সমাজমাধ্যমে ছড়িয়ে বিজেপি নেত্রীর ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও।

অভিযোগ ও পালটা অভিযোগ সমান্তরাল ভাবে শুরু হয়েছে। তরুণী যেমন স্বামী ও বিজেপি নেত্রী তথা শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তেমনই মৈনপুরী থানায় মামলা করেছেন অন্য এক তরুণী। তিনি অভিযোগ করেছেন, তাঁর আপত্তিকর ভিডিও সমাজমাধ্যে আপলোড করেছেন বিজেপি নেত্রীর পুত্রবধূ। ওই ভিডিও দেখিয়ে তাঁর কাছে টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন বিজেপি নেত্রীর ছেলের বান্ধবী। এই ঘটনা নিয়ে অখিলেশ যাদব মন্তব্য করেছেন, মেয়েদের সম্মান দিতে জানে না বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি নেত্রীর পুত্রবধূর অভিযোগ, ২০২১ সালের নভেম্বরে বিয়ের পর থেকেই তাঁর উপর নির্যাতন শুরু হয়।
  • অভিযোগ ও পালটা অভিযোগ সমান্তরাল ভাবে শুরু হয়েছে।
Advertisement