shono
Advertisement
Gujarat

দেশজুড়ে নাশকতার ছক বানচাল! গুজরাট এটিএসের জালে সন্দেহভাজন তিন জঙ্গি

বড় সাফল্য গুজরাট এটিএসের।
Published By: Kousik SinhaPosted: 03:00 PM Nov 09, 2025Updated: 03:00 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সাফল্য গুজরাট এটিএসের। গুজরাটে ধৃত সন্দেহভাজন তিন জঙ্গি। দীর্ঘ একবছরের বেশি সময় ধরে ধৃত তিনজনের উপর নজর রাখা হচ্ছিল। আজ রবিবার অস্ত্র সরবরাহের সময় হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে গুজরাট এটিএসের আধিকারিকরা। জানা গিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক ছিল ধৃতদের। কিন্তু সেই ছক এদিন বানচাল করে দেন তদন্তকারীরা। এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইএসের সঙ্গে যোগ রয়েছে। একাধিক মডিউলের সঙ্গে যুক্ত ধৃতরা। ইতিমধ্যে ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেশের কোন কোন জায়গায় নাশকতার ছক ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু'জন উত্তরপ্রদেশের বাসিন্দা। আরেকজনের বাড়ি হায়দরাবাদে। সবারই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। সূত্রের দাবি, দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ধৃত তিনজনই গোয়েন্দা সংস্থার রেডারে ছিল।

গোপন সূত্রে এদিন খবর আসে, গুজরাতে অস্ত্র সরবরাহ করতেই একজোট হচ্ছে তিনজন। সেই মতো আগে থেকে নিজেদের তৈরি রাখে গুজরাট এটিএসের আধিকারিকরা। একেবারে সাজানো ছকেই অস্ত্র সহবরাহের সময় হাতেনাতে তিন সন্দেভাজনকে গ্রেপ্তার করেন গুজরাট এটিএসের সদস্যরা।

তদন্তকারীদের অনুমান, দেশের বিভিন্ন জায়গাতে নাশকতা চালাতেই অস্ত্র মজুত করা হচ্ছিল। ধৃতদের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিও। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কাশ্মীরে জঙ্গিরা ফের হামলা চালাতে পারে বলে সেনাবাহিনীকে সতর্ক করে ভারতীয় গোয়েন্দা। পাক জঙ্গি সংগঠন লস্কর কিংবা জইশ এই হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড় সাফল্য গুজরাট এটিএসের।
  • গুজরাটে ধৃত সন্দেহভাজন তিন জঙ্গি।
  • দীর্ঘ একবছরের বেশি সময় ধরে ধৃত তিনজনের উপর নজর রাখা হচ্ছিল।
Advertisement