shono
Advertisement
Tripura

সীমান্তে আক্রান্ত BSF! গরু পাচারকারীদের হামলায় ত্রিপুরায় আহত ৫ জওয়ান

অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 05:07 PM Nov 08, 2025Updated: 05:07 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচারকারীদের হাতে আক্রান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ত্রিপুরার সেপাহিজালা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারি চলার সময় এই হামলা চলে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চললেও বিষয়টি পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে শনিবার। অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিশালগড়-কামথানা রোডের উপর বিএসএফ জওয়ানরা একটি গরু বোঝাই গাড়ি থামানোর চেষ্টা করে করেন। তবে গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে সেটি পাশের এক হাটের দিকে চলে যায়। বিএসএফ কর্মীরা গাড়িটির পিছু ধোঁয়া করে সেখানে উপস্থিত হলে। সেখানে গরু পাচারকারীদের সঙ্গে জওয়ানদের কথা কাটাকাটি হয়। এরপরই বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় পাচারকারীরা। ঘটনায় আহত হন ৫ জওয়ান। ব্যাপক ভাঙচুর করা হয় বিএসএফের গাড়িতে। বিএসএফের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঊর্ধ্বতন এক বিএসএফ জওয়ান সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন। যেখানে তিনি বলছেন, যখন হামলা চলে সেই সময় আশেপাশে বহু মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। উল্লেখ্য, এই ত্রিপুরা সীমান্ত থেকে সাম্প্রতিক সময়ে ব্যাপক অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ও বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, মাত্র ২০০০ টাকা দিলেই নাকি বাংলাদেশ থেকে ত্রিপুরায় চলে আসা যায় এই পথ ধরে!

গত ১৫ দিনে খোয়াই থানার পুলিশের হাতেই ধরা পড়েছে ২২ জন অনুপ্রবেশকারী বাংলাদেশি। আর এই সমস্ত অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে ভারতীয় কিছু দালালচক্র এতটাই সক্রিয় যে, টাকার বিনিময়ে এরা সীমান্ত অতিক্রম করে আসা অবৈধ বাংলাদেশিদের গাড়িতে করে পৌঁছে দিচ্ছে খোয়াই শহরে। স্থানীয় বিএসএফ জওয়ানরা সমস্ত কিছুতেই প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা রয়েছে। তাঁদের হাতেও কেন ধরা পড়ছে না অনুপ্রবেশকারী বাংলাদেশিরা? প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গরু পাচারকারীদের হাতে আক্রান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
  • ত্রিপুরার সেপাহিজালা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারি চলার সময় এই হামলা চলে।
  • শুক্রবার সন্ধ্যায় এই হামলা চললেও বিষয়টি পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে শনিবার।
Advertisement