shono
Advertisement

ভয়ংকর দুর্ঘটনা উত্তরপ্রদেশে, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন, জীবন্ত দগ্ধ ৫

মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
Posted: 12:10 PM Feb 12, 2024Updated: 12:38 PM Feb 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এর ফলেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়িটিতে থাকা ৫ ব্যক্তির। যদিও আহত বাসযাত্রীরা কোনওমতে আগুনের গ্রাস থেকে পালিয়ে বাঁচেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মথুরার মহাবন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি মারুতি সুজুকি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর পর উলটো দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, একটি টায়ার ফাটায় বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ধাক্কা লাগার পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। বাসযাত্রীরা দ্রুত নেমে যান। যদিও সুইফট গাড়িটির যাত্রীরা বেরোতে পারেননি। চালক-সহ ভিতরে থাকা পাঁচ জনই জীবন্ত দগ্ধ হন। পরে দমকল এবং পুলিশকর্মীরা এসে বাস ও গাড়ির আগুন নেভান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

[আরও পড়ুন: ভারতের বিরাট কূটনৈতিক জয়, মুক্তি পেলেন কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনা কর্তা]

মথুরার পুলিশকর্তা শৈলেশ পাণ্ডে বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টায়ার ফাটার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং ডিভাইডারে ধাক্কা মেরেছিল। এর পরেই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। মৃতদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।” 

 

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীই ত্রাতা! কাতার থেকে ফিরেই মোদিকে কৃতজ্ঞতা আট নৌসেনা কর্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement